আর্জেন্টিনার জয়ের মধ্য দিয়ে শেষ হলো বিশ্বকাপ ফুটবল-২০২২। এ বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে সবার মধ্যে আগ্রহ। সেই আগ্রহে আরও ঘি ঢেলে দিয়েছে বলিউড তারকাদের উপস্থিতি। বিশ্বকাপের মতো বড় আসরে উপস্থিত ছিলেন রণবীর-দীপিকা জুটি। আর প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন দীপিকা।
রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে স্পেন দলের সাবেক গোলরক্ষক-অধিনায়ক ইকার ক্যাসিয়াসের সঙ্গে মিলে দীপিকা ট্রফি উন্মোচন করেন। দীপিকার এমন অর্জনে ভীষণ গর্বিত তার স্বামী রণবীর সিং বললেন, আসল ট্রফি রণবীরের হাতেই আছে।
ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্টে রণবীর বললেন, ‘ওয়ার্ল্ড কাপ ট্রফির সাথে আমার ট্রফি।’ আরেকটি ভিডিওতে রণবীর বললেন, ‘গর্বে মন ভরে আছে। দ্যাটস মাই বেবি।’
এদিকে একটি পোস্টে তিনি লিখছেন, ‘তাকে দেখুন। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে কেমন ঝলমল করছে।’
আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আসল ট্রফি তো আমার হাতেই আছে। একসঙ্গে এই খেলা দেখতে পেরে দারুণ লাগছে।’
এদিকে ট্রফি উন্মোচন শেষে স্টেডিয়ামে বসেই রণবীর-দীপিকা একসঙ্গে খেলা দেখেছেন। এ সময় রণবীর সিং স্টেডিয়ামের গ্যালারির কিছু ভিডিও শেয়ার করেন। টানটান উত্তেজনায় ভরা ম্যাচ দেখার সময় দীপিকার চেহারায় দুশ্চিন্তা দেখা যায়। তবে আর্জেন্টিনার জয়ে রণবীর-দীপিকা খুশিতে নিজেদের জড়িয়ে ধরেন।