কালচারাল ইয়ার্ড ডেস্ক:
অপেক্ষার পালা শেষ হলো। বিশ্বখ্যাত মেসির হাতে উঠলো প্রত্যাশিত ট্রফি। আর্জেন্টিনার বিশ্বকাপ পাওয়ার আনন্দের সঙ্গে এবার জয়োল্লাসে মেতেছে মেসির লাখো ভক্ত-অনুরাগী। বাংলাদেশেও এই উল্লাসের ঢেউ এসে পড়েছে। এই উল্লাস থেকে বাদ যায়নি এ দেশের শোবিজ তারকারাও। ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি, স্ট্যাটাস ও ভিডিও শেয়ার করে নিজেদের উল্লাস প্রকাশ করলেন শোবিজ তারকারা।
ঢালিউড স্টার পরীমণি ফেসবুকে এক স্ট্যটাসে কাঁদার ইমোজি দিয়ে লিখেছেন, ‘আমি কেমন বোকার মতো এখনো কানতেছি! রাজ তাড়াতাড়ি আমাকে নিয়ে আর্জেন্টিনা চলো।’আর চিত্রনায়িকা পূজা চেরি মেসির ছবির পোস্ট করে লিখেছেন, ‘প্রাউড।’
অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুক ওয়ালে লেখেন, ‘বোঝো নাই ব্যাপারটা? অভিনন্দন আর্জেন্টিনা।’ আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘আজ রাতে অনেকেরই ঘুম হবে না, কারো আনন্দে, কারো কষ্টে। ঘটনা সত্য!’
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম নিজে ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনার জয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা’। একই সঙ্গে চিত্রনায়ক ওমর সানিও ব্রাজিলের সমর্থক। তিনি লিখেছেন, ‘অভিনন্দন মেসি, ব্রাজিল বেস্ট ওয়ার্ল্ড।’
চিত্রনায়ক জায়েদ খান আর্জেন্টিনার সমর্থক ও মেসি ভক্ত। তাই তিনি তার অনুভূতি প্রকাশ করেছেন সিনেমার ভাষায়। পদ্মা নদীর মাঝির কপিলা চরিত্রের কথা মনে করে তিনি বললেন, ‘আমার লগে যাইবা কপিলা আর্জেন্টিনা?’
এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুক লাইভে এসে মেসির জয় উদযাপন করেন। টিভি অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘এটা ঘরে নিয়ে যাও মেসি।’
চিত্রনায়ক সিয়াম আহমেদ স্পেনের সমর্থক হলেও মেসির জয় হোক এটা তিনি চেয়েছিলেন। আর তাই মেসির বিশ্বকাপ জয়ের মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন তিনি। তা ফেসবুকে শেয়ার করতেও ভুললেন না।
আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক চিত্রনায়ক নিরবও মেসির বিজয়োল্লাসের একটি ছবি শেয়ার করে উদযাপন করেছেন।
আরও পড়ুন: ওয়ার্ল্ড কাপ ট্রফির সাথে আমার ট্রফি: রণবীর