একটি প্রাণের অস্তিত্ব, একে ঘিরে সামাজিক পারিপার্শিকতা, জীবন ও জীবনের নানা অনুভূতি ও উপলব্ধির চিত্র আাঁকার চেষ্টা ‘মার্টিন’। সেন্ট-মার্টিন থেকে কুড়িয়ে আনা একটি কুকুর ছানা ও কুকুরছানাটির মৃত্যুকে ঘিরে গড়ে উঠেছে সিনেমার প্লট। ছবিটিতে মানুষের অনুভূতির এক সুক্ষ্ম দিক ফুটিয়ে তোলারও প্রচেষ্টা করেছেন নির্মাতা শোয়াইব হক।
নিরীক্ষাধর্মী সিনেমা ‘মার্টিন’ মুক্তি পেয়েছে ইউটিউবে। মনিসা অর্চি, অরিত্রা, রাকিব ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন।
প্রায় ১৫ মিনিটের ছোট ছবি মার্টিন-এর প্রেক্ষাপট মার্টিন নামের একটি কুকুরকে ঘিরে। কুকুর ও মানুষের নানামাত্রিক সম্পর্ক ছবিটির প্লট হিসেবে হাজির করেছেন নির্মাতা।
তাহেরা ও মার্টিনের সম্পর্ক, জালাল ও রিতার সম্পর্ক-আর সবকিছু ছাপিয়ে তাহেরা ও রিতার সম্পর্ক ভিন্নমাত্রা পেয়েছে। তাহেরা কুড়িয়ে পাওয়া মার্টিনকে তার মা বানায় বন্ধু রিতাকে। রিতা একজন অঙ্কন শিল্পী, জালাল তাদের গ্রাম থেকে আসা বন্ধু।
তাহেরার প্রতি জালালের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, রিতার প্রতি প্রেম ও যৌনচিন্তার প্রকাশ, তাহেরার যৌনচিন্তার ভিন্নমাত্রিক আঙ্গিক শোয়াইবের নিরীক্ষাধর্মী নির্মাণের অনুসঙ্গ।
নির্মাতা এর আগে ‘বিয়ন্ড’ নামে আরেকটি নিরীক্ষাধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। সেই ছবিতে ফুটে উঠেছিলো নারীর যৌনজীবনের সামাজিক ও অর্থনৈতিক নানা দিকের চিত্র। সেই ধারাবাহিকতায় শোয়াইবের নির্মাণে আরও একটি নিরীক্ষার প্রকাশ পাওয়া গেলো।