কালচারাল ইয়ার্ড ডেস্ক:
এবারের ঈদ উল আযহায় মুক্তি পাচ্ছে বেশ কয়েক মাস ধরে আলোচনায় থাকা সিনেমা তুফান। আর শেষ মাসে এসে তো সেই তুফান ঢালিউড পাড়া থেকে সর্বত্র তছনছ করে দিয়ে যাচ্ছে যেনো। ছবি মুক্তির আগেই অভিনেতা শাকিব খান থেকে পরিচালক রাফিসহ সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরাও ঝড় বইয়ে দিচ্ছেন যেনো সর্বত্র। এদিকে তুফানকে টেক্কা দিয়ে উড়িয়ে দিবে সিনেমা ‘রিভেঞ্জ’ এমনটা বলে আলোচনায় রয়েছে প্রযোজক ও পরিচালক ইকবাল। নান্দনিক প্রেমের ছবির তালিকায় মযূরাক্ষী ও ভৌতিক থ্রিলার ছবি ‘ডার্ক ওয়ার্ল্ড’ আলোচনায় রয়েছে।
ঈদকে ঘিরে সবসময় সিনেমাপ্রেমীদের আগ্রহের জায়গা থাকে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা। সিনেমাগুলো নিয়ে ঈদের আগে থেকে গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনায়, তর্ক-বিতর্কে থাকে সরব। এবার ঈদ উল আযহা উপলক্ষে মুক্তি পাচ্ছে বেশকিছু সিনেমা। এর মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে ঢালিউড কিং খান খ্যাত শাকিব খান অভিনীত সিনেমা তুফান। সিনেমাটি পরিচালনা করেছেন সময়ের আলোচিত পরিচালক রায়হান রাফী। এর আগে রাফী-শাকিব দ্বন্দ্ব প্রত্যক্ষ করেছিলো নেটিজেনরা। আর এবার যৌথ প্রচেষ্টার সিনেমায় দুজনের রসায়ন দেখবে দর্শক।
রাত পেরুলেই ঈদ। এবারের ঈদে মুক্তির অপেক্ষায় ৫ সিনেমা। এর মধ্যে রয়েছে রায়হান রাফী পরিচালিত শাকিব খান অভিনীত ‘তুফান’, এমডি ইকবাল পরিচালিত রোশান-বুবলী অভিনীত রিভেঞ্জ, রাশিদ পলাশ পরিচালিত ময়ূরাক্ষী ও মোস্তাফিজুর রহমান মানিক নির্মিত থ্রিলার ডার্ক ওয়ার্ল্ড। রয়েছে সুমন ধর নির্মিত ভিন্নধর্মী ছবি আগন্তুক।
ঈদের বেশ আগেই সাড়া ফেলে দিয়েছে রাফী-শাকিবের ছবি তুফান। ছবিটির ট্রেলার ও আইটেম গান নিয়ে এখন সরব নেট দুনিয়া। অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিবের বিপরীতে আছেন টালিউড স্টার নায়িকা মিমি চক্রবর্তী। ছবিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও নাবিলা। ছবিটির ১১১টি সিনেমা হল চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
এদিকে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা রিভেঞ্জ’র পরিচালক এমডি ইকবাল আগে থেকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তুফানকে টেক্কা দেওয়ার। জিয়াউল হক রোশান ও বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’সিনেমাটি অ্যাকশনধর্মী। তার এই অ্যাকশন ছবি তুফানকে টেক্কা দিবে। এছাড়া তুফানকে নকল বলে অভিহিত করে বেশ আলোচনার জন্মও দিয়েছেন ইকবাল। তবে চলচ্চিত্র সংশ্লিষ্টরা আছেন অপেক্ষায়। তারা বলছেন, দেখা যাক ছবিটি কেমন ব্যবসা করে। ছবিটি তুফানকে টেক্কা দিতে পারে কীনা।
বুবলী-রোশান ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, দীপা খন্দকারসহ অনেকে।
রাশিদ পলাশ পরিচালিত সিনেমা ‘ময়ূরাক্ষী’সিনেমা ইন্ড্রাস্ট্রির এক চিত্রনায়িকার উত্থান ও ভালোবাসা-টানাপোড়েনের গল্প। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে রাশিদ পলাশের পরিচালনায় ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইয়ামিন হক ববি। ছবিটি কিছুটা থ্রিলারধর্মী।
এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা এ ছবিটিকে বলছেন, চিত্রনায়িকা সিমলার জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ছবিটির প্রকাশিত টিজারে এমন ইঙ্গিত মিলেছে বলেও মত দিচ্ছেন তারা। চিত্রনায়ক সিমলাও এ সিনেমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন।
এদিকে ডার্ক থ্রিলার নিয়ে ঈদে হাজির হয়েছেন স্বনামধন্য পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। ছবিটির নাম ডার্ক ওয়ার্ল্ড। ক্রাইম থ্রিলার এই সিনেমাটিতে দেখা যাবে একটি ক্রাইম থ্রিলার গল্প। যেখানে সাইবার ক্রাইমের মতো অপরাধ সংঘঠিক হয়। আর এই ক্রাইমের নানা ডালাপালা ছাড়ায়। এই ক্রাইম নির্মূল অভিযানের গল্প ডার্ক ওয়ার্ল্ড।
ছবিটিতে অভিনয় করেছেন মুন্না খান। যিনি এই ছবিটিতে অভিনয়ও করেছেন। এছাড়া ছবিটিতে আরও অভিনয় করেছেন কৌশানী মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা শানুসহ অনেকে।
এদিকে বুবলী অভিনীত ছবি ‘জংলী’ এই ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষমেষ ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। মুক্তি পেয়েছে সুমন ধর নির্মিত সিনেমা ‘আগন্তুক’। পূজা চেরী ও শ্যামল মাওলা ছবিটিতে অভিনয় করেছেন।
অ্যাকশনধর্মী তুফান ও রিভেঞ্জ, থ্রিলার ময়ূরাক্ষী ও ডার্ক ওয়ার্ল্ড ছবিগুলো নিয়ে দুইভাগে দর্শক শ্রেণির আগ্রহ উদ্দীপনা তৈরি হয়েছে। শেষ মুহুর্তে পালা করে সামাজিক মাধ্যমে ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। আর পছন্দের ছবিটি পছন্দের সময়ে দেখার ক্ষণ গুনছেন দর্শক। অগ্রিম টিকিট কিনেও রাখছেন তারা।