২৪ ও ২৫ জানুয়ারি পাকিস্তানী ব্যান্ড কাভিশের কনসার্ট
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
১১ ও ১২ জানুয়ারি ঢাকার সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্ট। এ কনসার্টে গান গাওয়ার কথা ছিলো পাকিস্তানী ব্যান্ড কাভিশের। সেই শো হয়নি। তবে আয়োজক প্রতিষ্ঠান ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’র সিনিয়র এক্সকিউটিভ ব্র্যান্ডিং শারাফ আনজুম হিলিদিতা জানিয়েছেন, ঢাকার মাটিতে পাকিস্তানের ব্যান্ড ‘কাভিশ’ গাইবেন। তবে এর শোয়ের তারিখ পরিবর্তন হয়েছে। ২৪ ও ২৫ জানুয়ারি এই কনসার্ট অনুষ্ঠিত হবে। সেনা প্রাঙ্গনেই অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
এই কনসার্টে বাংলাদেশের একাধিক দল ও শিল্পীও পারফর্ম করবেন বলে জানিয়েছেন হিলিদিতা। ২৪ জানুয়ারি শোয়ের প্রথম দিন গান শুনাবেন দেশের দুই ব্যান্ড শূন্য ও লেভেল ফাইভ। এরপরই গান গাইবেন ‘কাভিশ’ এ শিল্পীরা। দ্বিতীয় দিনে আরমীন মুসা এবং তার দল ‘ঘাসফড়িং কয়ার’ গান করবেন। এই দিনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং তার স্ত্রী পশ্চিমবঙ্গের গায়িকা সুনিধি নায়েক। সবার পরিবেশনা শেষে দ্বিতীয় দিনেও কাভিশ মঞ্চে গাইবেন।
‘টিকেটভাই’ নামের প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টের টিকেট। টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। সেক্ষেত্রে একটি টিকেট দিয়ে একজন দর্শক একদিন কনসার্ট উপভোগ করতে পারবেন। কেউ দুইদিন উপভোগ করতে চাইলে তাকে দুইটি টিকেট কিনতে হবে বলে জানা গেছে।
১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে কাভিশ ব্যান্ড গড়ে ওঠে। ২০০৯ সালে প্রকাশ পেয়েছিলো দলটির প্রথম অ্যালবাম ‘গুনকালি’। ব্যান্ডটির জনপ্রিয় গান ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’ ইত্যাদি। এবারই প্রথম কাভিশ বাংলাদেশে কনসার্ট করছে।