প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে অমিতাভের ‘রিকশা গার্ল’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বহু প্রতীক্ষার পর দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সিনেমা ‘রিকশা গার্ল’। ২৪ জানুয়ারি ছবিটি দেশে মুক্তি পাচ্ছে। এর আগে বিদেশের উৎসবগুলোতে প্রশংসা কুড়িয়েছে ছবিটি।
যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত সিনেমাটি ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে পেছানো হয়। ইতোমধ্যে ছবিটির ট্রেলার নেট দুনিয়ায় প্রকাশ করা হয়।
নাইমা ছবি আঁকতে পছন্দ করে। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আর তাই শুরু হয় নাইমার জীবনসংগ্রামের লড়াই। উপায়ান্তর না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয় সে। এ অবস্থা কিভাবে নাইমা নিজের স্বপ্ন পূরণ করে। এমন প্রেক্ষাপটে নির্মিত হয়েছে রিকশা গার্ল।
রিকশা গার্লের চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এটি এ ছবির কেন্দ্রীয় চরিত্র। সিনেমাটিতে অভিনেত্রী চম্পা, মোমেনা চৌধুরী, অভিনেতা নরেশ ভূঁইয়া ও অ্যালেন শুভ্রসহ অনেকে অভিনয় করেছেন। নাইমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়া।