কালচারাল ইয়ার্ড ডেস্ক:
একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস এন্ড সায়েন্স থেকে অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। লস অ্যাঞ্জেলের দাবানলের ক্ষত নিয়ে সবাই যখন বিমর্ষ। সে সময় এই তালিকা প্রকাশ করা হয়েছে। আমেরিকান অভিনেত্রী র্যাচেল সেনোট ও চীনা বংশোদ্ভূত আমেরিকান কমেডিয়ান বোয়েন ইয়াং এবার যারা অস্কারে মনোনয়ন পেয়েছেন সে সব ছবি ও সংশ্লিষ্ট বিভাগ এবং শিল্পীদের নাম ঘোষণা করেছেন। আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অস্কার। এবারের আসরে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। ছবিটি ১৩ বিভাগে মনোনয়ন পেয়েছে।
যে সব ছবি মনোনয়ণ তালিকায় স্থান পেয়েছে সেগুলোর মধ্যে আছে- আনোরা, দ্য ব্রুটালিস্ট, এ কমপ্লিট আননোন, কনক্লেভ, ডুন: পার্ট টু, এমিলিয়া পেরেজ, আই’ম স্টিল হিয়ার, নিকেল বয়েজ, দ্য সাবস্ট্যান্স ও
উইকড।
সেরা পরিচালক হয়েছেন-
শন বেকার; আনোরা, ব্র্যাডি করবেট; দ্য ব্রুটালিস্ট, জেমস ম্যাঙ্গোল্ড; এ কমপ্লিট আননোন, জেকস অঁদিয়ার; এমিলিয়া পেরেজ, কোরালি ফারগেট; দ্য সাবস্ট্যান্স।
সেরা অভিনেতা হিসেবে মনোনয়ণ পেয়েছেন অড্রিয়েন ব্রডি; দ্য ব্রুটালিস্ট, টিমোথি শালমে; আ কমপ্লিট আননোন, কোলম্যান ডোমিঙ্গো; সিং সিং, রেফ ফেঞ্জ; কনক্লেভ, সেবাস্টিয়ান স্ট্যান; দ্য অ্যাপ্রেন্টিস।
সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন- সিনথিয়া এরিভো; উইকড, কার্লা সোফিয়া গ্যাসকন; এমিলিয়া পেরেজ, মাইকি ম্যাডিসন; অ্যানোরা, ডেমি মুর; দ্য সাবস্ট্যান্স, ফার্নান্ডা টরেস; আই’ম স্টিল হিয়ার।
আন্তর্জাতিক বিভাগে সেরা ছবি হয়েছে- এমিলিয়া পেরেজ, ফ্লো, দ্য গার্ল উইথ দ্য নিডল, আই’য়্যাম স্ট্রিল হেয়ার, দ্য সিড অব দ্য সেক্রেড ফিড।
আরও পড়ুন: ফের কান উৎসবের সভাপতি হলেন ইরিস নোব্লখ