৫ অগাস্ট পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত ছবি ‘দ্য চেয়ার’
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
গণভবনের একটি চেয়ার পৌঁছায় একটি বাসায়। আর গণভবনের সেই চেয়ারটি পেয়ে নিজেকে ক্ষমতাবান ভাবতে শুরু করেন সেই বাসার কর্তা। শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পতনের পর গণভবনের চেয়ারটেবিলসহ সেখানকার প্রায় সব কিছুই নিয়ে যায় সাধারণ মানুষ। এই কাহিনী নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিকশন ‘দ্য চেয়ার’; যা চলছে বঙ্গতে। চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে এসেছে কোরিয়ান সিরিজ ‘দ্য ভেইল’। বাংলায় ভাষান্তর করে মুক্তি দেওয়া হয়েছে সিরিজটি। এছাড়া, একজন সৎ রেল টিকেট পরীক্ষকের গল্পে নির্মিত হয়েছে ‘হিসাব বরাবর’ সিনেমা। আর মাধবন অভিনীত এ সিনেমাটি দেখা যাচ্ছে জি ফাইভে । হিন্দি রোমান্টিক সিনেমা ‘সুইট ড্রিমস’ দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে।
শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পতনের পর একপর্যায়ে গণভবনের চেয়ার, টেবিল, ফ্রিজসহ অনেক কিছু নিয়ে যায় সাধারণ জনগণ। সেভাবেই গণভবনের একটি চেয়ার পৌঁছায় এক বাসায়। গণভবনের সেই চেয়ারটি পেয়ে নিজেকে ক্ষমতাবান ভাবতে শুরু করেন ওই বাসার কর্তা। তার ক্ষমতা ব্যবহার নিয়ে গল্প দেখা গেছে ‘দ্য চেয়ার’এ। গত বছরের ৫ অগাস্টের পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ‘দ্য চেয়ার’। বঙ্গতে শনিবার থেকে চলছে এই ওয়েব ফিকশনটি। এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, দিলরুবা দোয়েল, পার্থ শেখসহ অনেকে। ওয়েব ফিকশনটি নির্মাণ করেছেন মাজিদুল ইসলাম স্বাধীন।