রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৪ বিশিষ্ট নাগরিককে ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৫’-এ ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম প্রকাশ করা হয়েছে। এরমধ্যে শিল্পকলায় অবদানের জন্য বিভিন্ন শ্রেণিতে ৫ জনকে দেওয়া হচ্ছে একুশে পদক। বিশেষ করে চলচ্চিত্রে অবদানের জন্য ‘ছুটির ঘণ্টা’ খ্যাত নির্মাতা আজিজুর রহমানকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হচ্ছে।
১৯৮০ সালে মুক্তি পায় আজিজুর রহমান নির্মিত সবচেয়ে আলোচিত সিনেমা ‘ছুটির ঘণ্টা’ । শিশুতোষ এ সিনেমাটি সব শ্রেণির দর্শকরে কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করে। বাস্তব ঘটনা অবলম্বনে সিনেমাটির গল্প লেখা হয়। ঈদের ছুটি ঘোষণার দিন স্কুলের বাথরুমে সবার অজান্তে তালাবদ্ধ হয়ে আটকে পড়ে একটি ১২ বছর বয়সের ছাত্র। আর তালাবদ্ধ বাথরুমে দীর্ঘ ১১ দিনের ছুটি শেষ হওয়ার প্রতিক্ষার মধ্য দিয়ে। হৃদয় বিদারক নানা ঘটনা ও মুক্তির কল্পনায় ১০ দিন অমানবিক কষ্ট সহ্য করার শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এমনই একটি করুণ দৃশ্য তুলে ধরা হয়েছে এ সিনেমায়।
‘ছুটির ঘণ্টা’ সিনেমার মূল ভূমিকায় অভিনয় করেন শিশু শিল্পী সুমন ও অন্যান্য চরিত্রে নায়ক রাজ রাজ্জাক, শাবানা, সুজাতা, শওকত আকবর ও এ টি এম শামসুজ্জামান। নির্মাতা আজিজুর রহমান অনেক জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। এটি মুক্তি পায় ১৯৬৭ সালে। আজিজুর রহমান মোট ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন।
এদিকে সংগীতের সাথে যুক্ত মরণোত্তর উস্তাদ নীরদ বরণ চৌধুরী ও গুণী নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরাকে একুশে পদক-২০২৫ এ ভূষিত করা হচ্ছে। চিত্রকলা ও আলোকচিত্রে গুরুত্বপূর্ণ এই পুরস্কার পাচ্ছেন যথাক্রমে রোকেয়া সুলতানা এবং নাসির আলী মামুন।