কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বিজ্ঞাপনী সংস্থা ‘আরবিট ক্রিয়েটিভ হাব’র যাত্রা শুরু হয়েছে। বুধবার ৫ ফেব্রুয়ারি তারকাদের উপস্থিতিতে এটি উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞাপন, ওভিসি, কন্টেন্ট মার্কেটিংয়ের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ইভেন্ট ম্যানেজমেন্টসহ সব ধরনের ক্রিয়েটিভ সার্ভিস দেওয়া হবে এই প্রতিষ্ঠানটি থেকে।
চিত্রনায়ক ইমন এই প্রতিষ্ঠানের যাত্রায় শুভকামণা জানিয়ে বলেছেন, ‘এটি ভালো একটি উদ্যোগ। যেকোনো ভালো উদ্যোগের সঙ্গে থাকতে পারলে ভালো লাগে। আরবিট ক্রিয়েটিভ হাব যেকোনো সমস্যার বড় সমাধান। অনলাইন ও অফলাইন ব্যবসার সকল প্রকার বিজ্ঞাপন আরবিট ক্রিয়েটিভ হাব আরও সহজ করছে। আমার শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। তারাও বেশকিছু বিজ্ঞাপন নির্মাণের পরিকল্পনা করেছে। সেই কাজগুলোতেও আমাকে পাওয়া যাবে। আশা করি ভালো কিছু হবে।’
চিত্রনায়িকা সুবহা বলেন, ‘এটি ক্রিয়েশনের জায়গা। আমরা ভালো কাজের জন্য ভালো জায়গা পাই না। কিন্তু আরবিট ক্রিয়েটিভ হাব সেরা। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আছি।
‘আরবিট ক্রিয়েটিভ হাব’র প্রতিষ্ঠাতা সিইও মো. কাজী কাদের নেওয়াজ এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রেজওয়ান, কণ্ঠশিল্পী ও কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া, চলচ্চিত্র পরিচালক অনিক বিশ্বাস, অভিনেতা এস এম জনি, অভিনেতা রুশ শেখ, নাট্যপরিচালক জিয়াউদ্দিন আলম, তন্ময় খান, অভিনেতা আরফান আনিক, কণ্ঠশিল্পী এফ এ প্রীতমসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’: ৮ সিনেমা নির্মাণ কর্মযজ্ঞ