কালচারাল ইয়ার্ড ডেস্ক:
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ৩০তম ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের আসরে সেরা ছবি হিসেবে এবার পুরস্কার জিতেছে সিনেমা ‘আনোরা’। সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি এবং ডেমি মুর। চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজের মনোনয়ন আলাদাভাবে ঘোষণা করা হয়েছিল। এবারের প্রতিযোগিতা ছিল বেশ কঠিন। কনক্লেভ এবং উইকড ১১টি করে মনোনয়ন পেয়ে চলচ্চিত্র বিভাগে এগিয়ে ছিল। আর টেলিভিশন বিভাগে এগিয়ে ছিল ‘শোগান’ সিরিজ। এবারের ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড পেলেন যারা-
চলচ্চিত্র বিভাগ
সেরা চলচ্চিত্র: আনোরা
সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী: ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)
সেরা পার্শ্ব অভিনেতা: কিয়েরান কালকিন (অ্যা রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জো সালদানা (এমিলিয়া প্যারেজ)
সেরা তরুণ অভিনেতা/অভিনেত্রী: মেইসি স্টেলা (মাই ওল্ড এম)
সেরা অভিনয় দল: কনক্লেভ
সেরা পরিচালক: জন এম. চু (উইকড)
সেরা মৌলিক চিত্রনাট্য: দ্য সাবস্ট্যান্স
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ
সেরা সিনেমাটোগ্রাফি: নসফেরাতু
সেরা প্রোডাকশন ডিজাইন: উইকড
সেরা সম্পাদনা: চ্যালেঞ্জারস
সেরা পোশাক ডিজাইন: উইকড
সেরা হেয়ার ও মেকআপ: দ্য সাবস্ট্যান্স
সেরা ভিজ্যুয়াল এফেক্টস: ডিউন: পার্ট ২
সেরা অ্যানিমেটেড ফিল্ম:দ্য ওয়াইল্ড রোবট
সেরা কমেডি: অ্যা রিয়েল পেইন এবং ডেডপুল এন্ড ওলভারিন (যৌথভাবে)
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: এমিলিয়া প্যারেজ
সেরা গান: এল মল (এমিলিয়া প্যারেজ)
সেরা সঙ্গীতায়োজন: চ্যালেঞ্জারস
টেলিভিশন বিভাগ
সেরা ড্রামা সিরিজ: শোগান
সেরা অভিনেতা (ড্রামা): হিরোইউকি সানাদা ( শোগান)
সেরা অভিনেত্রী (ড্রামা): ক্যাথি বেটস (ম্যাটলক)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): তাদানোবু আসানো (শোগান)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): মোএকা হোশি (শোগান)
সেরা কমেডি সিরিজ: হ্যাকস
সেরা অভিনেতা (কমেডি): অ্যাডাম ব্রডি (নোবডি ওয়ান্টস দিস)
সেরা অভিনেত্রী (কমেডি): জিন স্মার্ট (হ্যাকস)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): মাইকেল উরি (শ্রিংকিং)
সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): হান্না আইনবিন্ডার (হ্যাকস)
সেরা লিমিটেড সিরিজ: বেবি রেইনডার
সেরা টিভি মুভি: রেভেল রিজ
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ/টিভি মুভি): কলিন ফারেল (দ্য পেঙ্গুইন)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/টিভি মুভি): ক্রিস্টিন মিলিওটি (দ্য পেঙ্গুইন)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ/টিভি মুভি): লিয়েভ শ্রেইবার (দ্য পারফেক্ট কাপল)
সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ/টিভি মুভি): জেসিকা গানিং (বেবি রেইনডার)
সেরা বিদেশি ভাষার সিরিজ: স্কুইড গেম
সেরা অ্যানিমেটেড সিরিজ: এক্স-ম্যান’৯৭
সেরা টক শো: জন মুলানে প্রেজেন্টস: এভরিবডিস ইন এল.অ্যা
সেরা কমেডি স্পেশাল: আলি অং- সিঙ্গল লেডি
আরও পড়ুন: ফের কান উৎসবের সভাপতি হলেন ইরিস নোব্লখ