বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘জুলাইয়ের বীর কন্যা’ শীর্ষক প্রদর্শনী। চিত্রশালা ভবনের ৫ নং গ্যালারিতে চলছে আগামী ৭ এপ্রিল পর্যন্ত চলবে এই আয়োজন। বাংলাদেশের সাম্প্রতিক গণআন্দোলনে নারীদের অবদান তুলে ধরতে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স, প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে ২২ ফেব্রুয়ারি শুরু এ আয়োজন।
জুলাই আন্দোলনের শহীদ নাইমা সুলতানার মা এই প্রদর্শনীর উদ্বোধন করেন। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, শহীদ নাইমার মাসহ জুলাই অভ্যুত্থানে অবদার রাখা নারী নেতৃত্বরা এর উদ্বোধন করেন। উদ্বোধনীতে নারীদের সংগ্রাম, নেতৃত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তারা। এই আন্দোলনের গৌরবময় অধ্যায়কে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা।
জুলাই বিপ্লবের দুর্লভ ছবি, পোস্টার, আন্দোলনের ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার ও শহীদদের স্মৃতিচিহ্ন তুলে ধরা হয় প্রদর্শনীতে। প্রদর্শনী দেখতে প্রতিদিনিই সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত হচ্ছেন। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এই প্রদর্শনী।