রোমান কবির:
রাজধানীর উত্তরার একটি বিদ্যাপীঠ মাইলস্টোন স্কুল এন্ড কলেজ। বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সেই স্কুলের প্রাইমারী সেকশনের বাচ্চাদের ক্লাসে। প্রাণ হারিয়েছে এখন পর্যন্ত ২২ জন। এদের মধ্যে বেশিরভাগই শিশু। যাদের বয়স ১০ বছরের আশেপাশে। পরিবারের সবচেয়ে সুন্দর আর সবচেয়ে কনিষ্ট সে সব মনুষ, যাদের কোনোপ্রকার পাপ স্পর্শ করতে পারেনি। এ সব নিস্পাপ ফুলগুলোর প্রাণহীন দ্বগ্ধ শরীরের ভার সহ্য করতে হচ্ছে তাদের পরিবারবে শোক স্তব্ধ করে দিয়েছে এ শহরের মানুষগুলোকে। ঝরে গেছে এ শহরের সবচেয়ে সুন্দর ফুলগুলো। কোনো কবিতা, গান, চলচ্চিত্র কি ভুলাতে পারে এ ব্যথা।
এ সব নিস্পাপ ফুলগুলো ঝরে যাওয়ায় কাঁদছে সারা দেশ। সৃজনশীল, সংবেদনশীল শিল্পীদের প্রাণ কেঁদে উঠছে বারবার। কোনো কবিতা, গান, চলচ্চিত্র কি এ সব ফুল হারানোর ব্যথা ভুলিয়ে দিতে পারে। বোধ করি পারেনা।
জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থীর মৃত্যু, পুড়ে যাওয়া হতাহত শিক্ষার্থী, মাতম করছে পরিবার, শোকাহত দেশের মানুষ। চলছে রাষ্ট্রীয় শোক। কিন্তু যে বাবা-মা হারিয়েছে তাদের প্রিয় ফুলগুলোকে, সে সব বাবা-মায়ের আহাজারি-মাতম বুক বিদীর্ণ করে এফোড় ওফোড় হয়ে যাচ্ছে। পুড়ে যাওয়া শিশু হাসপাতালে কাতরাচ্ছে, সেটি দেখে সে কি আহাজারি বাবা-মায়ের। এই কষ্টের কোনো ব্যাখ্যা হয়না। এরচেয়ে দু:খভরা কাব্য আর রচিত হওয়া সম্ভব না।
শিল্পীদের প্রার্থনা
সমাজের সবচেয়ে সংবেদনশীল মানুষ শিল্পীরা। অভিনয় শিল্পী জয়া আহসান বিমর্ষ হয়ে ফেসবুকে নিজের অনুভূতি ব্যক্ত করে লিখেছেন, ‘আমি টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কীভাবে মেনে নেওয়া যায়! আহারে, এই বাচ্চাদের মা-বাবারা তাঁদের শূন্যতার ভার কীভাবে বইবেন। তাদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হল, তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই প্রার্থনা রইল।’ এর আগে ডা. তানজিনা হোসাইন তন্মীর একটি পোস্ট নিজের ফেসবুকে শেয়ার কয়েছেন জয়া আহসান। সেখানে লিখেছেন, ‘যারা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন, আহতদের হাসপাতালে নিচ্ছেন, প্লিজ ড্যামেজ কমাতে প্রাথমিক চিকিৎসা দিন। ১. পোড়া ত্বকে ক্রমাগত পানি ঢালুন। ট্যাপের পানি বা বোতলের পানি যাই হোক। পারলে ৩০-৪৫ মিনিট পানি ঢালতে থাকুন। ২. একটা পরিস্কার সূতি কাপড় দিয়ে ঢেকে দ্রুত হাসপাতালে নিন। ইনফেকশন প্রিভেনশন এর জন্য যত কম ভিড় হয়, যত কম স্পর্শ করা যায় তত ভালো। ৩. পোড়া ত্বক প্রচুর পানি হারাতে থাকে তাই বার বার মুখে পানি ও স্যালাইন খেতে দিন। শেষে নেতা ও ভিউ ব্যবসায়ীরা ভিড় জমাবেন না!’
চিত্রনায়িকা তমা মির্জা লিখেছেন, ‘এই সময় দয়া করে ফায়ারসার্ভিস, বিমানবাহিনী, সেনাবাহিনী সহ যারা উদ্ধারকর্মী আছে ওনাদের তাদের কাজ করতে দেন, উৎসুক জনতার ভিড় যেন উদ্ধার কাজে বিঘ্নতা না ঘটায়।’ সংগীতশিল্পী কনা আবেগঘন স্ট্যাটাসে বলেন, ‘আল্লাহ সাহায্য করুন এবং তাদের হেফাজত করুন। শিশু, শিক্ষক ও তাদের পরিবারগুলোর জন্য দোয়া করছি।’
সংগীতশিল্পী সাবরিনা পড়শী লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুলে ট্রেনিং বিমান বিধ্বস্ত। শিক্ষার্থীসহ সকলের নিরাপত্তার জন্য দোয়া করছি। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন ও সুস্থতা দান করেন।’
সোমবার সকালে আর অন্যদিনগুলোর মতোই শহরের এই ফুলগুলো ছোট ছোট কচিকাচার নিস্পাপ ছেলে-মেয়েগুলো স্কুলে যাওয়ার জন্য ইউনিফর্ম পরে, আইডি কার্ড গলায় ঝুলিয়ে. টিফিন বক্স সাজিয়ে, ব্যাগ গুছিয়ে রওনা হয়েছিলেন স্কুলে। মা নিজের হাতে সাজিয়ে দিয়েছিলেন নিজের সন্তানকে। মা দরজায় দাঁড়িয়ে ভেবেছিলেন-তার সন্তানটি স্কুলে গিয়ে ক্লাস করবে, মাঠে দৌঁড়াবে, টিফিন খাবে, বিকালে বাসায় ফিরে খেলাধুলা শেষে পড়তে বসবে। কিন্তু আফসোস, যেটি কল্পনার আশেপাশেও ছিলো না এমন কিছু ঘটলো তাদের জীবনে। যে সব ফুলগুলো হারিয়ে গেছে সে সব ফুলের বাবা-মায়েদের এখন কেবল নিজের সন্তানের আইডি কার্ড, পোশাক, বইগুলো ছুঁয়ে ছুঁয়ে স্মৃতি হাতড়ে বেঁচে থাকতে হবে। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে।
কবি নজরুলের সেই কবিতাটি মনে পড়ছে কেবল এখন-
“ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে,
আমার গানের বুলবুলি
করুন চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি………….
শোকাহত কালচারাল ইয়ার্ড পরিবার। ফুলগুলোর জন্য প্রার্থনা…..