বাংলাদেশে সাম্প্রতিক সময়ে একের পর এক পাকিস্তানি শিল্পীর আগমন ঘটছে। সেই ধারাবাহিকতায় এবার ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি নিশ্চিত করেছেন আহাদ।
তিনি পোস্টে লিখেছেন,
“হে বাংলাদেশ, শিগগিরই দেখা হবে!”
সেই সঙ্গে যুক্ত করেছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি।
আহাদকে বাংলাদেশে আনছে ট্রিপল টাইম কমিউনিকেশন নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। কোম্পানিটির ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় আহাদ রাজা মীর বলেছেন,
“হাই বাংলাদেশ! আমি আহাদ। সবার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”
২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘ইয়াকীন কা সফর’-এ অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান এবং সেই চরিত্রের জন্য লাভ করেন লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার।
আহাদের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আঙ্গান’, ‘ইয়ে দিল মেরা’, ও সাম্প্রতিক হিট ড্রামা ‘মীম সে মহব্বত’। পাশাপাশি তিনি ওয়েব সিরিজ ‘ধূপ কি দিওয়ার’-এও অভিনয় করেছেন।
দেশীয় কাজের বাইরে আহাদ আন্তর্জাতিক অঙ্গনেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন। তিনি বিবিসির মিনি সিরিজ ‘ওয়ার্ল্ড অন ফায়ার’ এবং নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’-এর প্রথম সিজনেও অভিনয় করেছেন।