ঢাকার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এবার আয়োজিত হতে যাচ্ছে ‘নবান্ন উৎসব ১৪৩২’। আগামী রোববার বিকাল ৪টা থেকে শুরু হবে এ অনুষ্ঠান, যার আয়োজন করেছে সদ্য গঠিত ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ।
পর্ষদের আহ্বায়ক কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ জানান, উৎসবে থাকবে গান, কবিতা, নৃত্য, নবান্নকথন ও নবান্নভোজসহ নানান সাংস্কৃতিক পরিবেশনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করবেন।
লোকসঙ্গীত ও বাউল গান পরিবেশন করবেন ডলি মণ্ডল, সাগর বাউল, কোহিনূর আক্তার গোলাপী ও আলেয়া বেগম। এছাড়া নজরুল সঙ্গীত পরিবেশন করবেন ফেরদৌস আরা এবং একক নৃত্য নিয়ে মঞ্চে উঠবেন র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস।
উৎসব প্রাঙ্গণে নবান্নকথনের পাশাপাশি থাকছে নবান্নের ঐতিহ্যবাহী খাবারের পসরা, যেখানে দর্শনার্থীরা নতুন ধানের খাবারের স্বাদ নিতে পারবেন।
জুলাই অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা এই নতুন সাংস্কৃতিক প্ল্যাটফর্মের আহ্বায়ক এহসান মাহমুদ এবং সদস্য-সচিব দীপান্ত রায়হান। তারা জানান, বাঙালির ঋতুভিত্তিক সব উৎসব—বসন্ত, নবান্ন, বর্ষা বা শরৎ—ঢাকাসহ সারাদেশে নিয়মিতভাবে উদযাপনের মধ্য দিয়ে সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করাই তাদের উদ্দেশ্য।
নবান্ন উৎসব মূলত নতুন ধান কাটা ও সেই ধানের চাল দিয়ে প্রথম রান্নার আনন্দকে কেন্দ্র করে পালিত হয়। অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার সঙ্গে সঙ্গে হেমন্তের এই উৎসব ঘিরে গ্রাম-শহরজুড়ে ছড়িয়ে পড়ে নবফসলের আনন্দ।