দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার আর নেই। ক্যান্সার আক্রান্ত হয়ে ২৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে তিনি ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। জনপ্রিয় এই গিটারিস্টের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফিডব্যাক ব্যান্ডের সদস্য ফোয়াদ নাসের। সেলিম হায়দারও এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন।
মাসখানেক আগে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন সেলিম হায়দার। এরপর নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয় সেলিম হায়দারকে। ২৪ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানাজা প্রসঙ্গে ফোয়াদ নাসের জানিয়েছেন, আজ শুক্রবার বাদ জুমা ঢাকার হাতিরপুল এলাকার পুকুরপাড় জামে মসজিদে সেলিম হায়দারের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।
সেলিম হায়দার ছিলেন লিড গিটারিস্ট। ৬৯ বছরের জীবনে তাঁর ৫১ বছর কেটেছে গিটারের সঙ্গে। বেজ ও রিদম গিটার, অ্যাকুস্টিক ড্রামস এবং কিবোর্ডেও ছিলেন পারদর্শী। তিনি ফিডব্যাক প্রতিষ্ঠার বাইরেও দেশের বেশির ভাগ শিল্পীর সঙ্গেই গিটার বাজিয়েছেন। সেলিম হায়দারের সংগীত পরিচালনায় দুটি জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ফিডব্যাকের ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ঐ দূর থেকে দূরে’।