বিজয়ের মাসে শিল্পকলা একাডেমিতে মাসব্যাপী যাত্রাপালা উৎসব
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক:
বিজয়ের মাসকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে এক মাসব্যাপী যাত্রাপালা উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলার ব্যবস্থাপনায় ১ ডিসেম্বর থেকে মাসের শেষ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে প্রদর্শনী।
শিল্পকলার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—দেশের বিভিন্ন অঞ্চলের যাত্রাদল থেকে নিবন্ধনের মাধ্যমে নির্বাচিত হয়েছে ৩১টি দল। প্রতিটি দল তুলে ধরবে একটি করে স্বতন্ত্র যাত্রাপালা।
প্রতি প্রদর্শনীর টিকিট মূল্য রাখা হয়েছে ১০০ টাকা, যার পুরো আয় তুলে দেওয়া হবে সংশ্লিষ্ট যাত্রাদলের হাতে।
এ ছাড়া প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের বিশেষ কনসার্ট।
শিল্পকলা একাডেমি আশা করছে—বিজয়ের মাসে সারাদেশের যাত্রাশিল্পীদের একই মঞ্চে আনার এই উদ্যোগ ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের চর্চা ও জনপ্রিয়তাকে আরও শক্তিশালী করবে।