ফরাসি সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম নাম ইরিস নোব্লখ। তিনি আবারও বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। উৎসবের পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। চলতি বছরের জুলাই থেকে এই দায়িত্বভার নিয়ে কাজ শুরু করবেন ইরিস। ২০২৬, ২০২৭ ও ২০২৮ সালের উৎসবগুলোতে ইরিস নোব্লখ তার দায়িত্ব পালন করবেন।
ইরিস নোব্লখ পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, পরিচালনা পর্ষদের আস্থা পুনরায় অর্জন করতে পেরে তিনি গভীরভাবে সম্মানিত। গত দুই আসরের সাফল্যে তিনি গর্বিত ও ভবিষ্যতে মহাপরিচালক থিয়েরি ফ্রেমোসহ উৎসবের নিবেদিতপ্রাণ দলের সঙ্গে যাত্রা অব্যাহত রাখতে পারবেন বলে জানান তিনি।
‘উৎসবের শিল্পমূল্য ধরে রাখা, সৃজনশীল স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া এবং মানবিক মূল্যবোধ রক্ষাই হবে তার প্রধান অগ্রাধিকার-এমনটা জানিয়েছেন ইরিস নোব্লখ। তিনি নারীদের সৃজনশীল প্রতিভাকে তুলে ধরতে আরও মনোযোগী হওয়ার কথাও জানিয়েছেন। প্রায় ৮০ বছর ধরে কান চলচ্চিত্র উৎসব ও চলচ্চিত্রের মধ্যে এক অনন্য ও অটুট ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে বলেও জানান তিনি।
জার্মান বংশোদ্ভূত ও প্যারিস-ভিত্তিক প্রাক্তন ওয়ার্নার ব্রোস নির্বাহী ইরিস নোব্লখ ওয়ার্নার ব্রাদার্স ও টাইম ওয়ার্নারে এক অসাধারণ ক্যারিয়ার গড়েছেন। যেখানে তিনি নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, লন্ডন এবং প্যারিসে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিশ্ব চলচ্চিত্রের অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কাজ করেছেন তিনি ও বিশেষভাবে মিশেল হাজানাভিসিয়াসের ‘দ্য আর্টিস্ট’ ছবিকে সমর্থন দিয়েছেন তিনি। যা কান উৎসবে নির্বাচিত হওয়ার পর অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে প্রথম ফরাসি ছবি হিসেবে পুরস্কার জিতে নেয়। ইউরোপীয় মূল্যবোধের প্রতি নিবেদিত ও ফরাসি এবং আন্তর্জাতিক চলচ্চিত্রের শক্তিশালী সমর্থক ইরিস নোব্লখকে চলচ্চিত্রশিল্পের পরিবর্তনশীল প্রেক্ষাপটে একজন পথপ্রদর্শক হিসেবে গণ্য করা হয়। সৃজনশীল শিল্পে বৈচিত্র্য ও উদ্ভাবনের প্রতি তার প্রতিশ্রুতি তাকে সর্বত্র সম্মানিত করেছে। কান চলচ্চিত্র উৎসবের প্রথম নারী সভাপতি হিসেবে তিনি ২০২২ সালের জুলাই থেকে দায়িত্ব পালন করছেন।