সাদিয়া ইসলাম মৌ বাংলাদেশের মডেলিংয়ের জগতে একজন উজ্জ্বল নক্ষত্র। নব্বই দশকের শুরুতে নৃত্য শিল্পী থেকে মডেলিং ও সেখান থেকে অভিনয় জগত; এই তিন অঙ্গনেই গত তিন দশক ধরে সমানভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন। স্টাইল আইকন হিসেবে দেশের ফ্যাশন জগতেও সমুজ্জ্বল তিনি। বহু প্রতিভার অধিকারী সাদিয়া ইসলাম মৌ এর জন্মদিন আজ। ১৯৭৬ সালের ২১শে জুন জন্মগ্রহণ করেন বাংলাদেশী ফ্যাশন জগতের এই আইডল। সাদিয়া ইসলাম মৌ-এর জন্মদিনে কালচারাল ইয়ার্ড এর পক্ষ থেকে শুভেচ্ছা।
বাংলাদেশের প্রথম মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ সাড়ে তিন বছর বয়সে যখন স্কুলে ভর্তি হন তখন থেকেই নাচ করেন। তাঁর মা রাশা ইসলাম তাঁকে ভর্তি করে দেন বুলবুল ললিতকলা একাডেমিতে। তাঁর গুরু ছিলেন রাহিজা খানম ঝুনু ও কবিরুল ইসলাম রতন।
মৌ-এর মা রাশা ইসলাম ছিলেন বাংলাদেশের স্টিল অ্যাড মডেলিং-এর একজন পথিকৃৎ ও বাংলাদেশের প্রথম মডেল ও নৃত্যশিল্পী তিনি। তাঁর নানা আজফার হাসান মাহমুদ শান্তি নিকেতনের শিক্ষার্থী ছিলেন। তিনি সরাসরি রবীন্দ্রনাথের ছাত্র ছিলেন।
মৌ বাংলাদেশের একজন মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন ১৯৮৯ সালে। নব্বই দশক ও শূন্য দশকে তিনি সফলতার সঙ্গে মডেলিং দুনিয়ায় বিচরণ করেছেন। এখনও তার গ্লামার আকৃষ্ট করে ফ্যাশন সচেতন মানুষকে। ১৯৯৪ সালে টেলিভিশনে ‘অভিমানে অনুভবে’-নাটকে অভিনয় জীবন শুরু করেন।
মৌ অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটক: অল দ্য বেস্ট, বদনাম, মনে পড়ে রুবি রায়, নীল আকাশ প্রেম বিষ।
বর্তমানে তিনি বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন। নব্বই দশকে যখন তিনি ক্যারিয়ার তুঙ্গে অবস্থান করছেন সে সময় টেলিভিশন অভিনেতা জাহিদ হাসানকে বিয়ে করেন তিনি। এর আগে তারা প্রায় দুই বছর চুটিয়ে প্রেম করেন। তাদের মেয়ে পুস্পিতা ও ছেলে পূর্ণ।