কালচারাল ইয়ার্ড ডেস্ক :
১৯৮৮ সালে প্রথম সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও পরের ছবি থেকেই মূখ্য চরিত্রে অভিনয় করে জিতে নেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। সেই থেকে থেকে অদ্যবদি কাঁপিয়ে বেড়াচ্ছে বলিউড। হয়ে উঠেছেন শীর্ষ তারকা। তিনি বলিউড সুলতান খ্যাত সুপারস্টার সালমান খান। আজ এই বলিউড তারকার জন্মদিন।
আজকের এই দিনে কালচারাল ইয়ার্ড পরিবার তাকে জানায় শুভেচ্ছা ও ভালোবাসা।
সালমান খানের পুরো নাম আব্দুর রশিদ সেলিম সালমান খান। তিনি একাধারে একজন অভিনেতা, প্রযোজক, চিত্রনাট্যকার ও টেলিভিশন ব্যক্তিত্ব। বেশ কিছু সিনেমায় প্লেব্যাকও করেছেন তিনি। তাঁর পিতা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান এবং মাতা সুশীলা চরক খান। তার দুই ভাই অভিনেতা-প্রযোজক আরবাজ খান ও সোহেল খান।
সালমান খানের আর খবর
⇒ ‘তেরে নাম’ ছবির সিক্যুয়াল আসছে ১৬ বছর পর
১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ে মাধ্যমে বলিউড ক্যারিয়ার শুরু হয় সালমানের। ১৯৮৯ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয় করে বলিউডে নিজের অবস্থান তৈরি করেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। হয়ে উঠেন বলিউডের ‘ভাইজান’, ‘সুলতান’ বা অন্যতম সেরা তারকা।
তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে ‘আপকে হ্যাঁয় কৌন’, ‘করন অর্জুন’, ‘জুড়ওয়া’, ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘হাম সাথ-সাথ হ্যাঁয়’, ‘তেরে নাম’, ‘দাবাং’, ‘রেডি’, ‘এক থা টাইগার’, ‘কিক’, ‘পার্টনার’, ‘বডিগার্ড’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘রেস ৩’, ‘ভারত’, ‘দাবাং ৩’ ও ‘রাধে’ অন্যতম।
বেশ কয়েকবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ অনেক সম্মাননায় ভুষিত হন সালমান খান। ২০০৮ সালে ৪র্থ ভারতীয় তারকা হিসেবে লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে সালমান খানের মোমের মূর্তি স্থাপন করা হয়।
সর্বশেষ ২০২১ সালের ২৬ নভেম্বর মুক্তি পেয়েছে ‘অন্তিম’।