জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনে ইমপ্রেস টেলিফিল্ম’র রেকর্ড
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
দেশীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনে রেকর্ড গড়লো প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। সিনেমায় অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ইতোমধ্যে ২০০টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখন ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির ঘরে। আনন্দময় এই অর্জনটি নতুন বছরের জানুয়ারি মাস জুড়ে উদযাপন করবে তারা।
এই অর্জনকে উদযাপন উপলক্ষে নতুন ইংরেজি বছরের প্রথম মাস তথা পুরো জানুয়ারি মাস জুড়ে তাদের প্রযোজিত বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চলচ্চিত্রগুলো দেখানো হবে ‘চ্যানেল আই’তে। মাসের প্রতি বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় ২০১৭ এবং ২০১৮ সালের পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলো দেখাবে তারা।
মাসের প্রথম বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেখানো হবে ২০১৭ সালে পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত মাহবুবা ইসলাম সুমী পরিচালিত চলচ্চিত্র ‘তুমি রবে নীরবে’।
২০১৭ সালের মুহাম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে মোরশেদুল ইসলাম নির্মিত ছবি ‘আঁখি ও তার বন্ধুরা’ দেখানো হবে দ্বিতীয় বৃহস্পতিবার (৯ জানুয়ারি)।
১৬ জানুয়ারি ২০১৮ সালের মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমা দেখানো হবে।
নায়করাজ রাজ্জাকের জন্মদিনে (২৩ জানুয়ারি) দেখানো হবে শাইখ সিরাজ পরিচালিত জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’। এটি ২০১৮ সালে পুরস্কৃত হয়।
শেষ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ দেখানো হবে।