নিজস্ব প্রতিবেদক :
পর্দা উঠছে অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের । ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’-এই স্লোগানে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে রেইনবো ফিল্ম সোসাইটি। ১১ জানুয়ারি শনিবার বিকাল ৪টায় উৎসবের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে স্পেন ও গ্রীসের যৌথ প্রযোজনায় মিগুয়েল অ্যাঞ্জেল জিমেনেজ নির্মিত চলচ্চিত্র ‘উইন্ডো টু দ্যা সি’।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান উৎসব পরিচালক আহমেদ মুজতবা কামাল। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারপার্সন কিশওয়ার কামাল, উৎসব কমিটির প্রধান প্রোগ্রামার জোরে জামালি, উৎসব কমিটির নির্বাহী সদস্য ড. নাজমুল এ কলিমুল্লা, উৎসব কমিটির নির্বাহী সদস্য মফিদুল হক, উৎসব কমিটির নির্বাহী সদস্য ম. হামিদ।
উৎসবে ৭৪টি দেশের প্রায় ২২০টি চলচ্চিত্র দেখানো হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ১১৭টি, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ১০৩টি। এসব ছবির মধ্যে বাংলাদেশী চলচ্চিত্র রয়েছে ২৬টি। এর মধ্যে স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন সিনেমা ১৮টি ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা ৮টি।
এবারের উৎসবে ‘এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেকটিভ, বাংলাদেশ প্যানোরমা সেকশন, সিনেমা অব দ্যা ওয়ার্ল্ড সেকশন, চিলড্রেন ফিল্মস্ সেকশন, ওম্যান ফিল্ম মেকারস্ সেকশন, শর্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস্ সেকশন এবং স্পিরিচুয়াল ফিল্মস্ সেকশন’-এই ৭টি বিভাগে ছবিগুলো প্রতিযোগিতা করবে।
⇒ অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গোয়েন্দাগিরি’
⇒ অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইমপ্রেসের ৩ সিনেমা
উৎসবের ছবিগুলো প্রদর্শন হবে রাজধানীর অঁলিয়স ফ্রসেস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তন, জাতীয় জাদুঘর মিলনায়তন, মধুমিতা হল ও স্টার সিনেপ্লেক্সে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সকাল ১০টা থেকে শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। শিশুদের সঙ্গে অভিভাবকরাও এ সিনেমা উপভোগ করতে পারবেন। এছাড়া সকাল ১০টা, দুপুর ১টা ও বিকাল ৩টার প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিনামূল্যে সিনেমা দেখতে পারবেন। সেক্ষেত্রে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। উৎসবের এ ভেন্যুতে একটি বিশেষ শোতে পথশিশুদের সিনেমা দেখানোর সুবিধা রাখা হয়েছে। সাধারণ দর্শনার্থীদের জন্য টিকেট মূল্য ৫০ টাকা।
কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সকাল ১০টা থেকে শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। অভিভাবকরাও শিশুদের সঙ্গে চলচ্চিত্রগুলো বিনামূল্যে দেখতে পাবেন। এছাড়া সকাল ১০টা, দুপুর ১টা ও বিকাল ৩টায় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থীরা বিনামূল্যে ছবি দেখতে পারবেন। সাধারণ দর্শনার্থীদের জন্য টিকেট মূল্য ৫০ টাকা।
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়তন এবং শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালায় প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এ সব ভেন্যুগুলোতে আসন সংখ্যা সীমিত থাকায় আগে আসলে দেখবেন ভিত্তিতে আসন বণ্টন করা হবে।
স্টার সিনেপ্লেক্স ও মধুমিতা সিনেমা হলে কর্তৃপক্ষের নির্ধারিত প্রদর্শনীর বিনিময়ে দর্শকরা উৎসবের চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন।