আগামী ১৬ জানুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী পিংকি ছেত্রীর নতুন গান ‘চলে গেছো’। সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে এই গানটি প্রকাশ করা হচ্ছে। গানটি মিউজিক ভিডিও আকারে ডিএমএসর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
গীতিকবি সোমেশ্বর অলির কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম।
২০১২ সালে ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতার মাধ্যমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নেপালি বংশদ্ভুত এই বাংলাদেশি শিল্পী। গানটি প্রসঙ্গে তিনি কালচারাল ইয়ার্ডকে বলেন, ‘‘চলে গেছো’ একটি সফট মেলোডি গান। আমি প্রথম বারের মত এরকম গান গেয়েছি। আশা করি দর্শক-শোতাদের এই জানটি ভালো লাগবে।’
পিংকি ছেত্রী বলেন, ‘‘চলে গেছো’ গানটি আমার দ্বিতীয় একক গান। এর আগে সিনেমায় প্লেব্যাক, দ্বৈত গানসহ বেশ কিছু গান করেছি।’
গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে বান্দরবানের সাইরুতে। এতে শিল্পী নিজেই অভিনয় করেন। মিউজিক ভিডিওটির পরিচালক ছিলেন ভাস্কর জনি।