বিশেষ প্রতিবেদক:
সুন্দর বাচন ভঙ্গি ও মোহনীয় চেহারার একজন হিসেবে পরিচিত তিনি। বিতার্কিক হিসেবে ২০১০ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘জাতীয় টেলিভিশন বিতর্ক’ প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কেড়েছিলেন। শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরস্কারও অর্জন করেন। এরপর কিছুদিন ডিজে হিসেবে মাতিয়েছেন সবাইকে। এরপর পা রাখেন উপস্থাপনায়। টেলিভিশন আর রেডিওতে তার সুন্দর কন্ঠের উপস্থাপনা ও আরজেয়িং মুগ্ধতার সব আবেশ ছাড়িয়ে যায়। উপস্থাপনা আর মডেলিংয়ের পর পা রাখেন চলচ্চিত্রে। ঢালিউডের গন্ডি ছাড়িয়ে তিনি টালিউডেও সমান জনপ্রিয় এক নায়িকা। সুন্দর চাহনি, মোহনীয় কন্ঠ দিয়ে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন যেন। তিনি গ্লামার কন্যা নুসরাত ফারিয়া।
আরটিভির ‘ঠিক বলছেন তো’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনা করেন তিনি। এরপর উপস্থাপনা করেন এনটিভির ‘থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার’। এই অনুষ্ঠানটি তাকে এনে দেয় পরিচিতি। এ সময় রেডিওতে আরজে হিসেবেও পরিচিতি পান তিনি। তিনি একাধারে মডেল, উপস্থাপক ও আরজে হিসেবে সুনাম কুড়িয়ে আনেন।
হঠাৎ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন নায়িকা হিসেবে ঘোষণা করেন এই গ্লামার কন্যা নুসরাত ফারিয়ার নাম। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র নায়িকা হিসেবে অভিষেক ঘটে তার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
আরও পড়ুন : ‘সুপারওম্যান’ নুসরাত ফারিয়া
এরপর তিনি হিরো ৪২০, বাদশা-দ্যা ডন, প্রেমী ও প্রেমী, ধ্যাততেরিকি, বস টু’, ‘ইন্সপেক্টর নটি কে’র মতো বিগ বাজেটের সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেন। চলচ্চিত্রেও তার বাচন ভঙ্গি ও গ্লামার নজর কাড়ে সবার।
সর্বশেষ ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। বরাবরের মতো নুসরাত ফারিয়া দ্যুতি ছড়াচ্ছে সর্বত্র।
নুসরাত ফারিয়ার আরও খবর
⇒ আবারও শাকিব-নুসরাত জুটি
⇒ এবার চলচ্চিত্রে অপূর্ব, নায়িকা নুসরাত ফারিয়া
তার পুরো নাম নুসরাত ফারিয়া মাজহার। ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্ম নেন। দাদা একজন সেনা কর্মকর্তা হওয়ার সুবাদে ঢাকা সেনানিবাসে পরিবারের সঙ্গে বাস করেন তিনি। তার শৈশব, কৈশোর কেটেছে সেখানেই। তিন বোন, এক ভাইয়ের মধ্যে তিনি মেজ।
পড়াশুনা করেছেন শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে ২০১০ সালে এ প্লাস ও ২০১২ সালে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এখন তিনি ইন্ডিপেন্ডন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) তে বিবিএ-তে গ্রাজুয়েশন করছেন। বাবা মাজহারুল ইসলাম এবং মা ফেরদৌসি বেগম।