নিজস্ব প্রতিবেদক :
আগামী তিন বছরের জন্য শিল্পকলার মহাপরিচালক পদে পুনর্বহাল হলেন লিয়াকত আলী লাকী। এ নিয়ে তিনি ষষ্ঠবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন।
সোমবার (১৩ এপ্রিল) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নাট্যজন লিয়াকত আলী দুইদফায় দুই বছর করে চার বছর শিল্পকলার দায়িত্ব পালন করেছেন। এবার সরকারের পক্ষ থেকে তার দায়িত্বের মেয়াদ বাড়িয়ে আরও তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।
এর আগে গত ১০ এপ্রিল তার মেয়াদ সম্পন্ন হয়। এরপর মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াসকে দায়িত্ব দেওয়া হয়।
লিয়াকত আলী লাকী শুরুতে ২০১১ সালের ৭ এপ্রিল শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। এরপর তিনি ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ সালের ২৭ মার্চ ও ২০১৮ সালের ১০ এপ্রিল পুনরায় দায়িত্ব পান।
এর আগে গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন লিয়াকত আলী লাকী। এছাড়া তিনি বাংলা একাডেমির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান হিসেবেও আছেন বহুদিন ধরে।
লিয়াকত আলী লাকী ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা টিকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম শেখ সাদেক আলী ও মাতা মাজেদা আলী।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিজ্ঞান বিভাগ থেকে ডিপ্লোমা করেছেন তিনি।
বুলবুল ললিতকলা একাডেমি থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে ৫ বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন তিনি।
তিনি বাংলাদেশের নাট্যঙ্গন ও সঙ্গীতাঙ্গনের একজন গুরুস্থানীয় ব্যাক্তিত্ব। দেশের সংস্কৃতি অঙ্গনে অবদান রেখে চলেছেন তিনি।
লিয়াকত আলী লাকী নাট্যকলায় অবদানের জন্য ২০১৯ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন।
কালচারাল ইয়ার্ড-এর পক্ষ থেকে এ গুনী মানুষকে শুভেচ্ছা।