টিভি নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। প্রজাপতি, তারকাঁটা ও যদি একদিনসহ বেশকিছু চলচ্চিত্র নির্মাণ করেছেন। এছাড়া অসংখ্য টেলিভিশন ধারাবাহিক, টেলিফিল্ম ও নাটক নির্মাণ করেছেন তিনি। সম্প্রতি ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকের কাজ করছিলেন। কিন্তু লকডাউনের কারণে বন্ধ এর শুটিং। বিশ্বের করোনা পরিস্থিতিতে বন্দি এখন সবাই। এ লকডাউন পরিস্থিতিতে ঘরবন্দি অবস্থায় কেমন কাটছে এ নির্মাতার জানতে চাওয়া হয়। এ সময় নানা বিষয় নিয়ে কালচারাল ইয়ার্ডের সঙ্গে কথা বলেন তিনি। অনলাইনে তাঁর সাক্ষাতকার নিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক আহমেদ জাবের চৌধুরী।
কালচারাল ইয়ার্ড: কেমন আছেন?
মোস্তফা কামাল রাজ: ভালো আছি, বেঁচে আছি…
কালচারাল ইয়ার্ড: লকডাউনের দিনগুলো কিভাবে কাটছে?
মোস্তফা কামাল রাজ: এইতো কাটছে ঘুমিয়ে, নামাজ পড়ে, রোজা রেখে, মুভি দেখে আর বই পড়ে।
কালচারাল ইয়ার্ড: সম্প্রতি দেখা যাচ্ছে অনেকেই ঘরে বসে স্বল্পদৈর্ঘ্যের নাটক-সিনেমা নির্মাণ করছেন। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ দর্শকদের জন্য এরকম কিছু ভাবছে কিনা?
মোস্তফা কামাল রাজ: অনেক আইডিয়া মাথায় ঘুরছে। জানি না কি করবো, তবে বানাতেও পারি। এখন কিছু বলতে পারছি না।
কালচারাল ইয়ার্ড: দর্শকদের ঘরে থাকার উৎসাহ যোগাতে নির্মাতা হিসেবে আপনি কি মনে করেন নির্মাণ কাজগুলো অবিরত চলার জন্য ‘নাট্য বা সিনেমা নির্মাণ শিল্প’ জরুরি সেবার আওতায় নিয়ে আসা দরকার! সেই সাথে রাষ্ট্রের প্রণোদনা থাকা উচিত?
মোস্তফা কামাল রাজ: আমার কাছে মনে হচ্ছে এখন আসলে জরুরি সেবা নিয়ে কাজ করার অবস্থা নেই। আগে আমাদের বাঁচতে হবে, তারপর কাজ। আর হ্যাঁ! আমাদের ইন্ডাস্ট্রিতে প্রণোদনা দেয়া উচিত। কারণ আমাদের এখানে অনেক ধরনের মানুষ আছেন, যারা দিন ভিত্তিতে কাজ করেন। অন্তত তাদের জন্য হলেও দরকার।
কালচারাল ইয়ার্ড: যদি সুযোগ হয় তথ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন নিয়ে কোয়ারেন্টাইন নির্দেশনা অনুযায়ী ‘ফ্যামিলি ক্রাইসিস’ এর ধারাবাহিক কাজগুলো করবেন কিনা?
মোস্তফা কামাল রাজ: যত সুযোগই দেয়া হোক এই মুহুর্তে শুটিং করার ইচ্ছে আমার নেই। জানেরও তো একটা ভয় আছে তাই না। আর আমার সম্পূর্ণ ইউনিটের ঝুঁকি আমি কিভাবে নিবো!
নির্মাতা রাজের চলচ্চিত্রের খবর :
⇒ এবার দেশের সীমানা পেরিয়ে ‘যদি একদিন’
কালচারাল ইয়ার্ড: ঈদ উপলক্ষে দর্শকদের জন্য কোন নির্মাণ থাকার সম্ভাবনা রয়েছে?
মোস্তফা কামাল রাজ: ঈদে আমার বানানো কিছু নেই। কারণ আমি ঈদের জন্যে শুধুমাত্র ঈদের আগেই কাজ করি। আগে থেকে কখনও বানিয়ে রাখি না। তাই এ ঈদে তেমন কোন কাজ যাবে না।
কালচারাল ইয়ার্ড: দর্শকদের মূল্যবান নির্মাণ দেয়ার পাশাপাশি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাতা তৈরির স্বপ্ন দেখেন কিনা?
মোস্তফা কামাল রাজ: আমার একটা প্রোডাকশন হাউজ আছে। আমার সাথে ৬টা ছেলে কাজ করে। ওদেরকে পুরোপুরি নির্মাতা বানানোর ইচ্ছে আমার আছে। ইতোমধ্যে তারা কিছু নির্মাণও করেছে। এই ঈদে একটা বড় ক্যানভাসে তাদেরকে প্রোমোট করার পরিকল্পনা ছিল। বেঁচে থাকলে ইনশাআল্লাহ হবে!
কালচারাল ইয়ার্ড: আপনাকে ধন্যবাদ।
মোস্তফা কামাল রাজ: আপনাকে ও কালচারাল ইয়ার্ডকে ধন্যবাদ।