নিজস্ব প্রতিবেদক :
কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায় বিক্রি হছে। শুক্রবার মধ্যরাতে ‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজ লাইভে নিলাম তোলা হয়। এটি হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি কিনে নেন। কিন্তু তিনি নিজের নাম পরিচয় প্রকাশ করেন নি।
হুমায়ুন ফরীদির একমাত্র মেয়ে শারারাত ইসলাম দেবযানী নিলামে অংশ নেন। এ নিলামে আরও অংশ নেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন, মিশা সওদাগর, ইরেশ যাকের, সাজু খাদেম, অভিনেত্রী আফসানা মিমিসহ অনেকে।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টা থেকে নিলাম শুরু হয়। প্রথমে ১ লাখ টাকা থেকে বিড শুরু হয়। এরপর তা থেমে দাঁড়ায় ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায়।
নিলামে প্রাপ্ত অর্থ করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে ব্যায় করা হবে।
আরও পড়ুন : করোনা ভাইরাসে অসহায় মানুষের জন্য অনলাইনে চলচ্চিত্র উৎসব
ইতিমধ্যে ক্রিকেটার সাকিব আল হাসানের বিশ্বকাপের ব্যাট ও সঙ্গীতশিল্পী তাহসানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক্সের পৃষ্ঠা নিলামে উঠে।
এছাড়া অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিশেষ শাড়ি, নগর বাউল জেমসের প্রিয় কিছু সংগ্রহ, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, কবি নির্মলেন্দু গুণ, অভিনেতা আলী যাকের, আসাদুজ্জামান নূর, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেতা মোশাররফ করিম, চিত্রনায়ক অনন্ত জলিল, আরিফিন শুভ, মাইলস ব্যান্ড, মাকসুদুল হক, ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজাসহ অনেকের প্রিয় কিছু জিনিস নিলামে তোলা হচ্ছে।
এ সংক্রান্ত আরও খবর : দুস্থদের সহায়তায় তারকাদের প্রিয় জিনিস নিলামে
নিলামে উঠছে চিরকুটের সুমির নথ ও তাঁর ব্যান্ডের কিছু বাদ্যযন্ত্র।তাসকিনের শ্রীলংকার বিপক্ষে হ্যাট্রিক করা বল, গিটারিস্ট ইমনের গিটার, ড্রামার পাভেলের ড্রামস কিট, সৌম্য সরকারের প্রথম টেস্ট সেঞ্চুরির ব্যাট।