চিরবিদায় বিদায় নিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক হাসান ইমাম। শুক্রবার বিকালে রাজধানীর মগবাজারস্থ নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টেলিভিশন নৃত্যশিল্পী সংস্থার সাবেক এই সভাপতি। নিহতের বোন শ্যামলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গুনী এই শিল্পীর মৃত্যুতে কালচারাল ইয়ার্ড পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং তার প্রতি জানাচ্ছে শ্রদ্ধা।
জানা যায়, কয়েকদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসান ইমামের বোন মৃত্যুবরণ করেন। শুক্রবার স্থানীয় মসজিদের তার বোনের মিলাদে অংশগ্রহণ করেছিলেন তিনি। মিলাদ শেষে পেটে ব্যাথা অনুভব করে বাসায় ফেরার পথে মসজিদের সিড়িতেই তিনি পরে যান। সেখান থেকে তাকে বাসায় নেয় হয়। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স আসার আগেই তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৭ বছর। শুক্রবারই এশার পর ঢাকার বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এদিকে হাসান ইমাম করোনায় আক্রান্ত ছিলেন কি না তা জানা যায় নি। নমুনা সংগ্রহের আগেই তাকে দাফন করা হয়।
নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। গত ৫ বছর ধরে তিনি ডায়াবেটিসে ভুগছিলেন।
অনেক ধারণা করছেন, যেহেতু তিনি তার করোনা আক্রান্ত বোনের সেবা করেছিলে, তাই তিনি হয়তো করোনা আক্রান্ত ছিলেন।