চলচ্চিত্র প্রযোজক আজম খানের রিসোর্টে সন্ত্রাসী হামলা
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
চলচ্চিত্র প্রযোজক ও রাজনীতিবিদ আজম খানের মালিকানাধীন রিসোর্টে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত এই রিসোর্টে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে তারা। এ সময় সেখানে বিভিন্ন প্রজাতির প্রায় ৮ হাজার চারা গাছ কেটে ফেলে সন্ত্রাসীরা। নষ্ট করেছে অসংখ্য ফল ও ফুলের গাছ।
জানা যায়, ঈদের পরের দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রিসোর্টে ৪০-৫০ জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। তাদের হাতে ছিলো দা, হকিস্টিক, রড ও পিস্তল। এ সময় রিসোর্টের আসবাবপত্র, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ফ্রিজসহ দরজা-জানাল ভেঙে ফেলে। সেখানে অগ্নিসংযোগও করে তারা।
রিসোর্টের ম্যানেজার সোহেল খন্দকার জানান, হামলার সময় সন্ত্রাসীরা অফিস কক্ষ থেকে নগদ টাকা, বিভিন্ন কক্ষে থাকা বিদেশী কম্বল, তৈজসপত্র ও দামি মালামাল লুট করে নিয়ে যায়। বাঁশ দিয়ে বিদেশী আদলে তৈরি ৩০ লাখ টাকা ব্যায়ে নির্মিত দুই কামড়ার একটি ভিআইপি কক্ষে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা।
প্রায় ঘন্টাব্যাপী চলা এই তাণ্ডবের সময় পুলিশী সহযোগীতা চাইলে তাদের পক্ষ থেকে কোন ধরনের সাড়া পাওয়া যায় নি। ঘটনার পরও পুলিশ মামলা নিতে গড়িমসি করে। অবশেষে ঘটনার বেশ কয়েকদিন পর মামলা নেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে রিসোর্টের মালিক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান কালচারাল ইয়ার্ডকে বলেন, সন্ত্রাসীরা তাঁকে হত্যার উদ্দেশ্যেই রিসোর্টে হামলা চালিয়েছে। ঘটনার কিছুক্ষণ আগে রিসোর্ট থেকে চলে আসায় প্রাণে রক্ষা পেয়েছেন। তার দাবি এই হামলায় তার প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, আজম খান ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘হৈমন্তী’ সিনেমাটি প্রযোজনা করেছেন। ডায়েল রহমান পরিচালিত নির্মাণাধীন ‘তিতুমীর’ সিনেমাটিও তিনি প্রযোজনা করছেন।