বাংলা পপগানের কিংবদন্তী শিল্পী ফেরদৌস ওয়াহিদ অসুস্থ হয়ে এখন আইসিউতে আছেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর তাঁর শারীরিক অবস্থা অবনতি হলে তাঁকে নিবির পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে।
ফেরদৌস ওয়াহিদের অসুস্থতার খবর নিশ্চিত হওয়া গেছে তাঁর পারিবারিক সূত্রে। ফেরদৌস ওয়াহিদের সহকারি মোশারফ গণমাধ্যমকে জানিয়েছেন, ফেরদৌস ওয়াহিদ প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন। এর আগে এক সপ্তাহ আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করলে রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। কিন্তু জ্বর কমছে না। তাই চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পীকে হাসপাতালে নেয়া হয়। আবারও করোনা টেস্টের জন্য তার নমুনা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১৯৫২ সালের ১২ মার্চ বিক্রমপুরে জন্মগ্রহণ করেছেন ফেরদৌস ওয়াহিদ। তিনি বাংলাদেশের আধুনিক ও রক গানের জনপ্রিয় শিল্পী। চলচ্চিত্রের গানেও তিনি কন্ঠ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন।
ফেরদৌস ওয়াহিদের জনপ্রিয় চলচ্চিত্রের গানের মধ্যে রয়েছে আলম খানের সুরে সাবিনা ইয়াসমিনের সঙ্গে আমার পৃথিবী তুমি, ওগো তুমি যে আমার কতো প্রিয়, আমি এক পাহারাদার, শোন ওরে ছোট্ট খোকা, আমি ঘর বাঁধিলাম, ওগো তুমি যে আমার কতো প্রিয়, আমি এক পাহারাদার ইত্যাদি। সিনেমার বাইরেতাঁর আলোচিত গান মামুনিয়া, আগে যদি জানতাম, এমন একটা মা দেনাসহ অসংখ্য গান।
ফেরদৌস ওয়াহিদের বাবা ওয়াহিদ উদ্দিন আহমেদ ও মা উম্মে হাবিবা নূরজাহান। ফেরদৌস ওয়াহিদরা ছয় ভাই তিন বোন। তিনি ভাইদের মধ্যে সবার ছোট। ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব ওয়াহিদ বাংলাদেশের একজন খ্যাতিমান সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক।