ঢালিউডের রাজকুমার সালমান শাহ’র মৃত্যু রহস্যের জট যেন খুলছেই না। সিআইডি, বিচার বিভাগ ও র্যাবের হাত ঘুরে মামলার তদন্তভার পড়েছে পিবিআই’র উপর। সকল বিভাগের প্রতিবেদনেই বলা হয়েছে সালমান আত্নহত্যা করেছে। তবে এ সব রিপোর্ট বরাবরই প্রত্যাখ্যান করেছে তার পরিবার। সর্বশেষ পিবিআই-এর তদন্ত প্রতিবেদনে নারাজি দিতে সময় চেয়েছে পরিবার। এর বিপরীতে পিবিআইয়ের এই প্রতিবেদন নিয়ে শুনানির জন্য আদালত ১১ অক্টোবর দিন ধার্য করেছেন।
‘সালমান শাহকে হত্যা করা হয়েছে, সালমান আত্মহত্যা করেনি। তার হত্যাকে আত্নহত্যা বলে চালানো হচ্ছে আসামিদের বাঁচানোর জন্য।’-এমন অভিযোগ সালমানের মা, ভাই ও মামাসহ পরিবারের সদস্যদের। গত সোমবার (৩১ আগস্ট) আদালতে নারাজি আবেদনের জন্য সালমানের মায়ের আইনজীবী সময় চান । এ সময় তিনি জানান, ন্যায়বিচারের জন্য তারা আইনি লড়াই চালিয়ে যাবেন।
সালমানের মায়ের আইনজীবীর অভিযোগ, পিবিআই তাদের দেওয়া এভিডেন্সগুলো পর্যালোচনা করেনি। এ জন্য সঠিক রিপোর্ট আসেনি বলে মনে করেন তারা।
জানা গেছে, সালমানের মা এখনও ইংল্যান্ডে আছেন। আদালত থেকে এ জন্য সময় নেওয়া হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। তখনকার পুলিশের ময়না তদন্ত রিপোর্টে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। তবে সালমান শাহ-এর মৃত্যুর জন্য তাঁর স্ত্রী সামিরাকে অভিযুক্ত করেছেন তাঁর মা নীলা চৌধুরী। সালমানের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী স্ত্রী সামিরা ও আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলা ২৪ বছরে এ হাত ও হাত ঘুরে পিবিআইয়ের হাতে আসে।