নিজস্ব প্রতিবেদক:
নাট্য অভিনেতা ও নির্দেশক অনন্ত হিরা ও নূনা আফরোজ‘র মেয়ে প্রকৃতি শিকদার এবার প্রথমবারের মতো বাবা-মায়ের সঙ্গে একমঞ্চে অভিনয় করছেন। এর আগে যদিও মা নূনা আফরোজের সঙ্গে প্রাঙ্গণেমোর দলের হয়ে বেশকিছু নাটকে অভিনয় করেছে প্রকৃতি। তবে বাবার সঙ্গে এবারই প্রথম। অর্থাৎ তিনজন মিলেই প্রথম।
আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রাঙ্গণেমোরের নাটক ‘আওরঙ্গজেব’-এ একসঙ্গে অভিনয় করবেন বাবা-মা-মেয়ে।
এর আগে অবশ্য প্রকৃতি অভিনয় করেছে প্রাঙ্গণেমোর দলের ‘রক্তকরবী’, ‘শেষের কবিতা’, ‘আমি ও রবীন্দ্রনাথ’, ‘কনডেমড সেল’ ও ‘হাছনজানের রাজা’।
এ বিষয়ে এ নাটকের নির্দেশক ও অভিনেতা অনন্ত হিরা বলেন, ‘নাট্যকার, নির্দেশক, অভিনেতা বা সংগঠক হিসেবে নয়, শুধু একজন বাবা হিসেবে আগামীকাল আমার জন্য বিশেষ। কারণ এদিন আমার সহশিল্পী হিসেবে আমার মেয়ে মঞ্চে উঠবে।
তিনি বলেন, প্রকৃতি শিকদার আড়াই বছর বয়সে ‘লোকনায়ক’ নাটকে প্রথম মঞ্চে ওঠে। যে বেড়ে উঠেছে রিহার্সেল রুম, মেকআপ রুম আর উইংসের আড়ালে বসে নিয়মিত নাটক দেখে দেখে। এখন সে দলের বেশ কিছু নাটকে নিয়মিত অভিনয় করলেও মঞ্চে তাকে কখনও সরাসরি আমার সহশিল্পী হিসেবে পাইনি।
অনন্ত হিরা জানান, আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় প্রকৃতি ‘আওরঙ্গজেব’ নাটকে আওরঙ্গজেবকন্যা ‘জিনাত আরা’র চরিত্রে অভিনয় করবে। বিষয়টি খুবই ভালো লাগার বলে উল্লেখ করেন অনন্ত হিরা।
‘আওরঙ্গজেব’নাটকে মোট ২২ জন শিল্পী অভিনয় করবেন। এই নাটকের মাধ্যমে করোনা শুরুর পর এত বেশি সংখ্যক শিল্পী মঞ্চে উঠতে যাচ্ছে। এবারে ‘আওরঙ্গজেব’ নাটকের ৪৫তম মঞ্চায়ন হবে।
মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় নাটকটি অনন্ত হিরা নির্দেশনা দিয়েছেন। বাবা-মা-মেয়ে ছাড়াও নাটকটিতে অভিনয় করছেন রামিজ রাজু, মাইনুল তাওহীদ, সরোয়ার সৈকত, শুভ, বিপ্লব, শুভেচ্ছা, রিগ্যান রত্নসহ আরও অনেকে। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায় ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনায় আছেন রামিজ রাজু। পোশাক পরিকল্পনায় আছেন নূনা আফরোজ।