শেষ হলো সৃষ্টি এন্টারটেইনমেন্ট প্রযোজিত মারুফের রহমানের রচনা ও পরিচালনায় নির্মিত টেলিফিল্ম ‘বিনু’র শুটিং। শীঘ্রই টেলিভিশনের পর্দায় আসছে টেলিফিল্মটি। এতে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদকে একজন প্রস্টিটিউটের চরিত্রে দেখা যাবে।
মৌসুমী হামিদ ছাড়াও টেলিছবিতে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, নাদিয়া আফরিন মিম, ঝুনা চৌধুরী, আমিন আজাদ, নার্গিস আক্তারসহ আরও অনেকে।
ছবির কাহিনীতে দেখা যাবে, গল্পের নায়ক জামিল দুই কামরার একটি টিনশেড ঘর ভাড়া করে থাকে। সদ্য পড়াশোনা শেষ করে একটি কলেজে লেকচারার হিসেবে জয়েন করে জামিল। পাশাপাশি টুকটাক কবিতা লিখে।গ্রামে জামিলের অসুস্থ মা থাকে। মাকে দেখাশোনা করার জন্য একটি মেয়ে আছে। মেয়েটির নাম বিনু।
মায়ের শরীর বেশি খারাপ হলে মা’কে ভালো চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসে জামিল। সাথে বিনুকেও। এদিকে জামিলের সাথে পরিচয় হয় থিয়েটার করা ধনী শুভ্রার সাথে। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। ঢাকায় এলে মা আর বিনুকে এক রুম ছেড়ে দেয় জামিল। এক পর্যায়ে মা মারা গেলে বিনুকে নিয়ে জটিলতা তৈরি হয় জামিলের ভিতর। শুভ্রাও জামিল আর বিনু’র এক সাথে থাকা মেনে নিতে পারে না। এদিকে বিনুও ধীরে ধীরে দুর্বল হতে থাকে জামিলের প্রতি। একদিন হুট করেই জামিল সামগ্রিক দিক বিবেচনা করে বিনুকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। শুরু হয় মনস্তাত্ত্বিক জটিলতা। এভাবেই এগুতে থাকে বিনু’র গল্প।
সম্প্রতি টেলিফিল্মটি পূবাইলের বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন হয়েছে। একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে এটি।