বিশ্বখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ আগামী বছর ২০২১ সালে। আর তাঁর শতবর্ষে তাঁকে সম্মান জানিয়ে আসছে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। পরিচালক রাজর্ষি দে নির্মাণ করবেন ছবিটি।
‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিটি সত্যজিতের কাঞ্চনজঙ্ঘা’র নামে হলেও এটি সম্পূর্ণ মৌলিক ছবি। তবে ছবির দৃশ্যায়নের প্রতিটি পরতে থাকবে সত্যজিৎ রায়-এর ছোঁয়া। সেটি একটি সংলাপ, কিংবা একটি দৃশ্যায়ন হতে পারে-এমনটাই জানিয়েছেন পরিচালক।
এই ছবিতে ডেবিউ করছেন ছোট পর্দার পরিচিত মুখ রণিতা দাস, সোহিনী গুহ রায় এবং অভিনেত্রী শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনয়ে আরও একটি চমক গায়ক রূপঙ্কর।
এছাড়াও ছবিতে আরও আছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা রতি পাল, দেবলীনা কুমার প্রমুখ।
রাজর্ষি দে জানান, ‘গল্পটা এক পরিবারের, যাদের একটি আদি বাড়ি রয়েছে দার্জিলিংয়ে। কিছুটা সাহেবি কেতায় অভ্যস্ত পরিবার। তবে সাহেবিয়ানার সূর্যও ধীরে ধীরে অস্তমিত হচ্ছে, সেটাও দেখানো হবে গল্পে।’
ছবির গল্প ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সিনেমাটোগ্রাফি করছেন গোপী ভগত।
নভেম্বরের শুরুতে শুটিং শুরু হবে। কোভিড মোকাবিলায় সব সুরক্ষাবিধি মেনেই শুটিং করা হবে বলে জানিয়েছেন পরিচালক রাজর্ষি।