নিজস্ব প্রতিবেদক:
শোবিজ অঙ্গনের জনপ্রিয় দুই তারকা চিত্রনায়িকা গুলশান আরা চম্পা ও নাট্য অভিনেতা শহীদুজ্জামান সেলিমের জন্মদিন আজ। মধ্যরাত থেকে তারকা সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তারা। কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে এই দুই শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা।
ঢালিউডের দুই কিংবদন্তি নায়িকা সুচন্দা ও ববিতার আদরের ছোট বোন চম্পা চার দশক ধরে ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করে নিজের জনপ্রিয়তা তুঙ্গে নিয়ে আসেন। পদ্মা নদীর মাঝি সিনেমায় দুর্দান্ত অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছেন।
১৯৮১ সালে বিটিভিতে আবদুল্লাহ আল মামুনের রচনায় ও প্রযোজনায় নির্মিত নাটক ‘ডুব সাঁতার’-এ অভিনয়ের মাধ্যমে অভিষেক। ১৯৮৬ সালে শিবলী সাদিকের ‘তিনকন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
এটি দারুণ একটি ব্যবসাসফল সিনেমা ছিল। এ সিনেমায় তার দুই বড়বোন সুচন্দা ও ববিতাও অভিনয় করেন। ঢাকাই সিনেমায় সামাজিক, অ্যাকশন, ফোক-সব ধরনের চলচ্চিত্রে অভিনয় করে তিনি সফলতা পেয়েছেন।
গৌতম ঘোষ নির্মিত পদ্মা নদীর মাঝি, শাহজাহান চৌধুরী নির্মিত ‘উত্তরের খেপ ও শেখ নেয়ামত আলী নির্মিত অন্যজীবন সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন চম্পা।
এছাড়া সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে চাষী নজরুল ইসলাম নির্মিত শাস্তি ও মুরাদ পারভেজ নির্মিত চন্দ্রগ্রহণ সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
এছাড়াও তিনি জিয়া স্বর্ণপদক ও শেরেবাংলা পদক অর্জন করেছেন। গুলশান আরা চম্পা পঞ্চাশের দশকে যশোর শহরের পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন।
আজ মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের অভিনেতা শহীদুজ্জামান সেলিমের জন্মদিন। ১৯৬১ সালের ৫ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি নাট্য আন্দোলনে জড়িয়ে পড়েন। আশির দশকে ঢাকা থিয়েটারে মঞ্চ অভিনেতা হিসেবে যোগ দেন। ১৯৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘জোনাকি জ্বলে’নাটকে অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশনে যাত্রা শুরু করেন।
এছাড়া তিনি বহু বিজ্ঞাপন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি চাষী নজরুল ইসলাম নির্মিত দেবদাস, জাহিদুর রহিম অঞ্জন নির্মিত মেঘমল্লার, মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত মেড ইন বাংলাদেশ, রেদওয়ান রনি নির্মিত চোরাবালিসহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।
২০১২ সালে রেদওয়ান রনি নির্মিত চোরাবালি সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।