ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের বিচারে বেস্ট ফিমেল পারফরম্যান্স অব দ্য ইয়ার হয়েছেন জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর কলকাতার দুই ছবির জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি। শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় নির্মিত সিনেমা ‘কণ্ঠ অতনু ঘোষ নির্মিত সিনেমা ‘রবিবার’র জন্য এ পুরস্কার অর্জন করেছেন।
হইচই জানিয়েছে, ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের নভেম্বর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ও সিনেমার জন্য এ পুরস্কার দেয়া হয়েছে। হইচইয়ে বেস্ট মেল পারফরম্যান্স অব দ্য ইয়ার হয়েছেন বাংলা সিনেমার বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
অতনু ঘোষ নির্মিত ‘রবিবার’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হলেন প্রসেনজিৎ। একই ছবির জন্য জয়া আহসান হয়েছেন সেরা অভিনেত্রী।
জয়া ও প্রসেনজিৎ ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করবেন কৌশিক সেন, রেশমি সেন, চান্দ্রেয়ী ঘোষ, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকে। ক্যামেরায় থ্কছেন জাতীয় পুরস্কার পাওয়া আপ্পু প্রভাকর। সংগীত পরিচালনায় আছেন দেবজ্যোতি মিশ্র।
শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় নির্মিত ‘কণ্ঠ’ চলচ্চিত্রে রমিলা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তিনি একজন স্পিচ থেরাপিস্টের ভূমিকায় ছিলেন। ক্যানসারের সঙ্গে লড়াই করা একজন ব্যক্তির জীবনের গল্প নিয়ে নির্মিত ‘কণ্ঠ’। এতে জয়া আহসান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পাওলি দাম, চিত্রা সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায় প্রমূখ।