বলিউড স্টার ইরফান খানের জন্মদিন আজ। ১৯৬৭ সালের ৭ জানুয়ারি ভারতের জয়পুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ২০২০ সালের ২৯ এপ্রিল কলোন ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৫৩ বছরে তিনি প্রয়াত হন।
তাঁর জন্মদিনে শোবিজ অঙ্গনের তারকা থেকে সিনেপ্রেমী হাজারও মানুষ তাঁকে স্মর করছে। কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে এই তারকা অভিনেতার প্রতি শ্রদ্ধা।
ছোটবেলায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল ইরফানের। ভালো ক্রিকেট খেলতেন। কিন্তু তিনি একসময় দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে শিক্ষাবৃত্তি পেয়ে ভর্তি হন। সেখানে পড়াশুনা শেষে মুম্বাইয়ে পাড়ি জমান। সেখানে গিয়ে অভিনয় শুরু করেন।
আশির দশক থেকে গত তিন দশকে বলিউডে সুপারস্টারদের সঙ্গে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। হলিউডের ছবিতে অভিনয় করেও তিনি সমান জনপ্রিয়তা অর্জনে সচেষ্ট হয়েছিলেন। ঢাকাই সিনেমায় অভিনয় করেও মানুষের ভালবাসা কুড়িয়েছেন।
অভিনয়ের শুরুটা মীরা নায়ারের ‘সালাম বোম্বে’ সিনেমায় একটা ছোট ক্যামিও’র চরিত্র দিয়ে শুরু। তবে পরের বছর বাসু চ্যাটার্জির ‘কমলা কি মওত’ সিনেমায় পেলেন নায়কের চরিত্র। তবে সিনেমায় নিজের সাফল্য পেতে অপেক্ষা করতে হয়েছে আরও একযুগ। ত্রিশ বছরের ক্যারিয়ারে প্রায় অর্ধ শতক সিনেমায় অভিনয় করেছেন ইরফান খান।
অভিনয় করেছেন টিভি সিরিয়াল, মেগাসোপ অপেরা থেকে মঞ্চে। ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে অভিনয়ে পড়াশুনা করেছেন।
২০০১ সালে ব্রিটিশ নির্মাতা আসিফ কাপাডিয়ার ‘দ্য ওয়ারিয়র’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেন তিনি। ছবিটা বক্স অফিসে ব্যাপক হিট হয়। ইরফান খানের অভিনয় মুগ্ধ করে সিনেমাপ্রেমীদের।
বাংলাদেশের সিনেমা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’-এ অভিনয় করেছেন মূল প্রোটাগনিস্ট হিসেবে। ভারতের সম্মানজনক পুরস্কার পদ্মশ্রীসহ বেশকিছু ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।