জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ আবারও বিয়ে করেছেন। তিনি এ নিয়ে তৃতীয়বারের মতো বিয়ে করলেন। তাঁর স্ত্রী আফসানা চৌধুরী শিফা একজন নবাগত মডেল বলে জানা গেছে।
জানা গেছে, গত ৭ জানুয়ারি তারা বিয়ে করেন। তবে ১২ জানুয়ারি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ বিয়ের খবরটি জানিয়েছে হাবিব
হাবিব ওয়াহিদ তাঁর ফেসবুক ওয়ালে লেখেন, ‘প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া হঠাৎ একটি ঘটনা আপনাদেরকেও জানাতে চাই। সম্প্রতি আমি বিয়ে করেছি। আমার বউয়ের নাম আফসানা চৌধুরী (শিফা)।’
হাবিব ওয়াহিদ আরও লেখেন, বৈশ্বিক মহামারীর কারণে সারা বিশ্ব বর্তমানে অস্থির সময়ের মধ্য দিয়ে যাওয়ায় বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, হাবিব ওয়াহিদের স্ত্রী শিফা একজন নবাগতা মডেল। রাজধানীর ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগে পড়াশুনা করেন তিনি। হাবিব ওয়াহিদের বাবা দেশসেরা সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ এখন গ্রামে থাকেন। বাবা ফেরদৌস ওয়াহিদ হাবিব ওয়াহিদের বিয়ে উপলক্ষে তাঁকে শুভকামনা জানিয়েছেন।
এর আগে ২০০৩ সালে হাবিব ওয়াহিদ লুবায়না নামের একজনকে প্রথম বিয়ে করেন। অল্প সময়ের ব্যবধানে ওই সংসারে ফাটল দেখা দেয়। বিচ্ছেদ হয় তাঁদের মধ্যে। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে চট্টগ্রামের মেয়ে রেহানকে বিয়ে করেন হাবিব ওয়াহিদ। ২০১৭ সালের ১৯ জানুয়ারি সে সংসারও ভেঙে যায়। অবশেষে তিনি বিয়ে করলেন আবারও।