দেশের টেলিভিশন নাটকের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছে এই জুটি। এবার বিশ্ব ভালোবাসা দিবসে তারা আবার হাজির হচ্ছেন। নিশো-মেহজাবীনের ভালোবাসা দিবসের নাটক ‘গোলমরিচ’।
সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। চিত্রনাট্য করেছেন রাজীব আহমেদ। মুখ্য চরিত্রে দেখা যাবে আফরান নিশো ও মেহজাবিন চৌধুরীকে।
‘গোলমরিচ’ নাটকে নিশোর চরিত্রের নাম আওয়াজ এবং মেহজাবিনের চরিত্রের নাম নিতু।
এ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, সফলতা আগেও অনেক নাটকে পেয়েছি। তবে সবকিছু ছাপিয়ে গেলো ‘চাপাবাজ’। সেই ধারাবাহিকতায় নতুন বছরের বিশেষ কাজ হিসেবে নির্মাণ করেছি ‘গোলমরিচ’। এর গল্প, অভিনয় আর নির্মাণশৈলী- সবকিছুতেই আমরা নতুন কিছু করার চেষ্টা করেছি । এই নাটকটিও দারুণ হিট হবে- এমনটাই আশা প্রকাশ করেন নির্মাতা।
নাটকটির গল্প প্রসঙ্গে তিনি জানান, আওয়াজ-নিতুর প্রথম দেখা হয় রেলস্টেশনে। তাড়াহুড়া করে ট্রেনে উঠতে গিয়ে আওয়াজের সাথে ধাক্কা লাগে নিতুর। এতে আওয়াজের ফোনটি ভেঙ্গে যায়। সরি বলে নিতু চলে যেতে চাইলে খপ করে ধরে ফেলে আওয়াজ। ক্ষতিপূরণ ছাড়া কোনোভাবেই সে নিতুকে ছাড়বে না। ওদিকে চট্টগ্রামগামী নিতুর ট্রেনটা ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে। এদিকে আওয়াজও নাছোড়বান্দা। এখান থেকেই মূলত শুরু হয় ‘গোলমরিচ’ নাটকের গল্প।
প্রযোজনা প্রতিষ্ঠান সুত্রে জানা গেছে, সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘গোলমরিচ’ নাটকটি প্রকাশ করা হবে।