ভাষার মাসে মুক্তিযুদ্ধ জাদুঘরের নিবেদনে প্রকাশিত হলো মুনীর চৌধুরীর কবর নাটকের অনুপ্রেরণায় ব্যান্ড সাধুর একুশের গান। গানটির একটি ভিডিওচিত্র মুক্তিযুদ্ধ জাদুঘরের ফেইসবুক পেইজে অবমুক্ত করা হয়েছে।
কবর নাটকের অনুপ্রেরণায় গানটির সংকলন, গীতি, সঙ্গীত ও এর ভিডিওচিত্র নির্মাণ করেছেন স্বজন মাঝি।
গানটিতে কন্ঠ দিয়েছেন ও সঙ্গে যন্ত্র বাজিয়েছেন আলফাজ আহমেদ ও অনন্যা নিশি। চিত্রগ্রহণ করেছেন সৌরভ সাহা। চিত্রসম্পাদনা করেছেন জাহিদ আহমদ। শব্দধারণে ছিলো রেডিও স্বাধীন।
গানটি একুশে ফেব্রুয়ারির শহীদদের নিয়ে মুনীর চৌধুরী যে ‘কবর’ নাটকটি রচনা করেছিলেন তার অনুপ্রেরণায় গীতিকবিতা ও প্রতিবাদী শান্ত সুর ও তালের সমন্বয়ে এক অদ্ভুত মায়াময় করে নির্মাণ করা হয়েছে।