করোনাক্রান্ত হয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক নমিতা ঘোষের প্রয়াণ হয়েছে। স্বাধীনতা দিবসে চলে গেলেন বাংলা বেতার কেন্দ্রের এই প্রথম নারী কণ্ঠসৈনিক।
শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ও চোখের জটিলতায় ভুগছিলেন। তিনি ১৫ মার্চ করোনা পজিটিভ হন।
নমিতা ঘোষের বোন কবিতা ঘোষ জানিয়েছেন, ১৫ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হলে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এর আগে আরও দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
একাত্তরে মাত্র ১৪ বছর বয়সে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম নারী সঙ্গীত শিল্পী হিসেবে নিয়মিত গান পরিবেশন শুরু করেন নমিতা ঘোষ।