কালচারাল ইয়ার্ড ডেস্ক:
ঢালিউডের মিষ্টিমেয়ে খ্যাত চিত্রনায়িকা অভিনেত্রী, নির্মাতা ও সংসদ সদস্য সারাহ বেগম কবরীর প্রয়াণে শোকাহত ঢালিউড সুপারস্টার শাকিব খান। কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে অভিভাবক হারানোর শোক অনুভব করছেন শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিব্যাক্তি এভাবেই জানালেন তিনি।
শাকিব খান তার ফেসবুকে লিখেছেন, ‘চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক তারা একে একে চলে যাচ্ছেন। সেই পথে পাড়ি দিলেন আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরী আপা।’
তিনি লিখেছেন, চলচ্চিত্রের প্রাজ্ঞজনের একজন ছিলেন কবরী আপা। তিনি সোনালি অতীতে সমুজ্জ্বল সাক্ষী ছিলেন। সুতরাং, হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক, সুজন সখী, তিতাস একটি নদীর নাম, নীল আকাশের নিচেসহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন কবরী আপা। অভিনেত্রী পরিচয়ের বাইরে পরিচালনাতেও সুনাম অর্জন করেছিলেন তিনি। পর্দার মিষ্টি মেয়ে হিসেবে খ্যাতি পেলেও ব্যক্তি জীবনে কবরী আপা ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ববান একজন মানুষ।
শাকিব খান বলেন, কিংবদন্তি এই মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি। যখনই দেখা হতো আমাকে স্নেহ করতেন। তার সময়কার বিভিন্ন স্মৃতি শেয়ার করতেন। কবরী আপার মৃত্যুতে প্রিয় অভিনেত্রী হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। যেখানেই থাকুন, ভালো থাকুন কবরী আপা।
রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন কবরী শনিবার রাত ১২টা ২০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। কবরীর ছেলে শাকের চিশতী তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
কবরী গত ৫ এপ্রিল করোনা পজিটিভ হন। এরপর তাঁকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল থেকে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। ৮ এপ্রিল দুপুর থেকে আইসিইউতে নেওয়া হয় তাঁকে।
‘এই তুমি সেই তুমি’ নামে একটি সরকারি অনুদানের সিনেমা নির্মাণ করছিলেন কবরী। সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং। ছবিটির ডাবিং ও সম্পাদনার কাজ চলছিলো। পরিচালনার পাশাপাশি ছবিটিতে করবী অভিনয়ও করছেন।