এবারের বক্তৃতার বিষয় নির্ধারণ করা হয়েছে জাতিসত্ত্বা, চলচ্চিত্র ও তৃতীয় দুনিয়া। এবারের স্মারক বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট চলচ্চিত্র শিক্ষক, লেখক ও চলচ্চিত্র তাত্ত্বিক সঞ্জয় মুখোপাধ্যায়।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
জানা গেছে, আগামী শুক্রবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টায় স্মারক বক্তৃতা Moviyana Film Society, Bangladesh এর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে৷
২০১১ সালের ১৩ আগস্ট তারেক মাসুদের নতুন ছবি ‘কাগজের ফুল’ এর লোকেশন দেখতে গিয়ে নয় সদস্যের একটি দল গিয়েছিলেন মানিকগঞ্জ। ফেরার পথে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাণ তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামাল। তারেক মাসুদের স্ত্রী চলচ্চিত্র প্রযোজক ও নির্মাতা স্ত্রী ক্যাথরিন মাসুদসহ আহত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন ও তার স্ত্রী দেলোয়ারা বেগম জলি। ভয়াবহ সড়ক দুর্ঘটনার ১০ বছর হলো এবার। সেদিনের ঘটনা আজও ব্যাথিত করে সবাইকে।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশী চলচ্চিত্রকে নির্মাতা তারেক মাসুদ নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তারেক মাসুদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’ দেশে ও বিদেশে সমানভাবে সমাদৃত। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’ ও ‘মুক্তির কথা’ এবং চিত্রশিল্পী এস এম সুলতানকে নিয়ে নির্মিত ‘আদম সুরত’ এর কারণেও স্মরণীয় হয়ে থাকবেন তিনি।