দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসান এবার আফগানিস্তান ইস্যুতে সরব হলেন। আফগান পরিচালক সারা করিমির সাহায্যের আবেদনের প্রেক্ষিতে সায় দিয়ে সুযোগ আসলে সাহায্যের কথাও বলেছেন তিনি।
ভারতের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সারা করিমি যে আহ্বান জানিয়েছেন, আমি মন থেকে তাতে সায় দিচ্ছি। তার সঙ্গে আছি। দূর থেকে কতটা কী করতে পারবো জানি না, আমার পক্ষে যদি কিছু করার সুযোগ আসে, নিশ্চয়ই করবো। ওখানকার যেসব ছবি দেখছি, শিউরে উঠছি। বাংলাদেশ হোক, ভারত হোক বা বহির্বিশ্বের যেকোনও দেশেই মেয়েদের ওপর অত্যাচার হলে আমাদের সরব হতে হবে। দেশটা আমাদের থেকে দূরে ভেবে বসে থাকলে চলবে না। আজ যা ওখানে হচ্ছে, কাল তা আমার দেশে বা কলকাতায়ও হতে পারে।’
তিনি বলেন, ‘ওখানকার যত ছবি দেখছি, আমার ভেতরটা দুমড়ে-মুচড়ে যাচ্ছে। আসলে পুরুষতান্ত্রিক সমাজের আঙুল সব সময়েই ওঠে মেয়েদের দিকে। ঠিক কম্পাসের কাঁটার মতো তা ঘুরে যায় নারী জাতির দিকে।’
ঢালিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দেশ ও আন্তর্জাতিক ইস্যুতে সবসময় সরব থাকেন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে। রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি ও সংষ্কৃতির দিক নিয়ে তার প্রতিক্রিয়া পাওয়া যায়। এবার তিনি আফগানিস্তান ইস্যুতে সরব হলেন।
আফগান নারীদের নিয়ে চিন্তিত এই নারী অভিনয়শিল্পী। জয়ার অভিনীত টলিউডের ছবি ‘বিনিসুতোয়’ ২০ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে । কলকাতার খ্যাতিমান অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে তিনি অভিনয় করছেন।
২০০৪ সালে মুক্তি পায় জয়া অভিনীত প্রথম সিনেমা ব্যাচেলর। সৈয়দ শামসুল হক’র নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত গেরিলা চলচ্চিত্রে তিনি অভিনয় করে বেশ প্রশংসিত হন। তিনি ছবিতে বিলকিস বানু চরিত্রে অভিনয় করেন। এরপর রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি চলচ্চিত্রে সাংবাদিক নবনী আফরোজ চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি অনিমেষ আইচ পরিচালিত জিরো ডিগ্রী সিনেমায় অভিনয় করে ২০১৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
জয়া অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দু’টি ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব, ছয়টি মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেন।