ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মেগাস্টার মিঠুন চক্রবর্তীর জীবনী নিয়ে এবার বই প্রকাশ হচ্ছে। হিন্দি ও বাংলাসহ বেশ কিছু দক্ষিণী সিনেমায় অভিনয় করে খ্যাতিমান হওয়া এই অভিনেতার জীবনের জানা অজানা নানা দিক নিয়ে বই লিখেছেন রামকমল মুখোপাধ্যায়। বইয়ের নাম ‘মিঠুন চক্রবর্তী: দ্য দাদা অব বলিউড’।
এই বইতে পাওয়া যাবে মিঠুনের অভিনয় জীবন, প্রেম, বিতর্ক থেকে রাজনীতির নানা বিষয়। মিঠুন চক্রবর্তী নিজের আত্মজীবনী লিখতে চান নি কখনও। তাই তার জীবনী নিয়ে রামকমল বই লিখেছেন। প্রায় দুই বছর ধরে রামকমল এই বই লিখেছেন।
রামকমল মুখোপাধ্যায় হেমা মালিনী এবং সঞ্জয় দত্তের জীবনী নিয়ে বই লিখেছিলেন এর আগে।
রামকমল মুখোপাধ্যায় বলেন, ‘মিঠুনের জীবনের ঘটনা বহুদিন ধরেই লেখার ইচ্ছে ছিল। মিঠুনের মতো এত বড় একজন মেগাস্টার কিন্তু তার ওপরে মাত্র কয়েকটি বই রয়েছে। তাই ভেবেছিলাম একটি প্রামাণ্য বইয়ের প্রয়োজন। সেই চিন্তার ফসলই হলো বইটি।’
প্রসঙ্গত, ১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’র মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে মিঠুন চক্রবর্তীর। এ সিনেমার মাধ্যমে সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি।
এখন পর্যন্ত ৩০০-এর অধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মিঠুন। ঢালিউডের বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন তিনি। এছাড়াও বাংলা, পাঞ্জাবি, তেলেগু, ওড়িয়া, ভোজপুরি চলচ্চিত্রে দেখা গেছে তাকে। নাম লিখিয়েছেন রাজনীতিতেও।