চলছে জাহিদ হোসানের ‘সোনার চর’ সিনেমার শুটিং। বুধবার সকাল থেকে গাজীপুরের হোতাপাড়ায় চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়েছে। পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিচালক জাহিদ হোসেন জানান, গাজীপুরে হোতাপাড়ায় টানা ১৫-১৬ দিনের শুটিং হবে। এরপর কয়েকদিন বিরতি নিয়ে আবার ভোলায় শুরু হবে দ্বিতীয় লটের শুটিং।
তিনি আরও জানান, ‘সোনার চর’ ছবির গল্পে থাকছে চমক। আর এতে মোট গান থাকবে ৬টি। দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো একটি সিনেমা উপহার দিতে পারবেন- এমনটাই প্রত্যাশা এই পরিচালকের।
এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্র ও বাস্তব জীবনের তারকা জুটি ওমর সানী-মৌসুমী। সাথে যুক্ত হয়েছে বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। এছাড়া স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে অভিনয় করবেন।
এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। সত্তরের দশকের গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে ‘সোনার চর’ সিনেমায় একজন লাঠিয়ালের ভূমিকায় অভিনয় করছেন ওমর সানী; মৌসুমীকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এ প্রসঙ্গে ওমর সানী জানান, প্রায় চার বছর পর কোনো চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়ালেন তারা।
সানী আরও জানান, এককভাবে দুই বছর আগে ‘বসন্ত বিকেল’ সিনেমায় অভিনয় করেন তিনি। মৌসুমীও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে আরেকটি সিনেমায় কাজ করেছেন।
চলচ্চিত্রটির গল্প প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার সময়কার গল্প নিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। এতে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি। ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করা হলেও মুক্তিযোদ্ধা চরিত্রে প্রথম অভিনয় করছি। নিজের মনের কাছে শান্তি লাগছে এমন একটা চরিত্রে অভিনয় করছি এটা ভেবে।’
মুক্তি প্রসঙ্গে পরিচালক জানান, আগামী বছরের শুরুতেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা আছে তাদের।