ঢালিউডের এখনকার সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সাথে প্রথমবারের মত জুটি বাঁধছেন চিত্রনায়িকা পূজা চেরি। চলচ্চিত্রের নাম ‘গলুই’। শাকিব-পূজার ‘গলুই’ সিনেমার শুটিং শুরু বৃহস্পতিবার।
শুটিং প্রসঙ্গে খসরু জানান, ‘গলুই’ সিনেমার শুটিং টাঙ্গাইলের মহেরায় বৃহস্পতিবার থেকে শুরু হবে। এতে চিত্রনায়িকা পূজা চেরি, আলী রাজসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী শুটিংয়ে অংশ নেবেন। শুটিংয়ে শাকিব খান যোগ দিবেন ২৬ সেপ্টেম্বর।
তিনি আরও জানান, টাঙ্গাইলের পর জামালপুরের বিভিন্ন এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। এরপর ঝালকাঠিতে শুটিং করার পরিকল্পনা রয়েছে।
নদীমাতৃক জনপদের জীবনযাত্রা, নৌকাবাইচ ও পারিপার্শ্বিক গল্পে নির্মিত হচ্ছে সরকারি অনুদানের এই ‘গলুই’ সিনেমা।