বাপ্পি-মিতুকে নিয়ে ‘জয় বাংলা’ সিনেমা শুরু করলেন কাজী হায়াৎ
প্রকাশের সময় :
কালচারাল ইয়ার্ড ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের নতুন জুটি বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু। তাদের প্রথম ছবি ‘যন্ত্রণা’র ৩০ ভাগ দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এবার বাপ্পি-মিতুকে নিয়ে ‘জয় বাংলা’ সিনেমা শুরু করলেন গুনী নির্মাতা কাজী হায়াৎ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে এফডিসিতে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ। এখানে শুটিং চলবে সপ্তাহখানেক। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ও পুবাইলে শুটিং করা হবে।
লেখক ও শিক্ষক মুনতাসির মামুনের ‘জয় বাংলা’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন মিটু শিকদার। বেশ কিছুদিন আগে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু।
এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মত প্রখ্যাত পরিচালক কাজী হায়াতের নির্দেশনায় অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ক্যারিয়ারে যে কয়টা ভালো সিদ্ধান্ত নিয়েছি, তার মধ্যে অন্যতম হচ্ছে কাজী হায়াত আঙ্কেলের ‘জয় বাংলা’ ছবিটি করার সিদ্ধান্ত নেয়া। তাছাড়া মুনতাসির মামুন স্যারের উপন্যাসে কাজ করতে পারছি- এটাও অন্যতম পাওয়া। বাঙালির কাছে অতিপরিচিত স্লোগান ‘জয় বাংলা’। এখন থেকে মনে করবো ‘জয় বাংলা’ মানেই আমার সিনেমা।’
‘জয় বাংলা’ সিনেমার গল্পটি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে ১৯৭১ সালের বিজয় নিয়ে। ওই সময়ে রাজনীতিতে তরুণ প্রজন্মের ভূমিকা এবং বিভিন্ন দিক উঠে এসেছে এতে। সিনেমায় একজন কলেজছাত্রীর চরিত্রে অভিনয় করছেন জাহারা মিতু।
এ প্রসঙ্গে মিতু বলেন, ‘মামুন স্যারের উপন্যাসটি ২০১১ সালে কলেজে পড়াকালীন পড়েছিলাম। তাই আগেই কিছুটা ধারণা ছিলো। মুক্তিযুদ্ধের আগের একজন কিশোরীর চিন্তাভাবনা, চলনবলন এবং এখনকার প্রজন্মের একজন মেয়ের চিন্তাভাবনা থেকে সবকিছুতে অনেক তফাৎ। চরিত্রের জন্য আমাকে সেই সময়ে ফিরে যেতে হচ্ছে। এজন্য চিত্রনাট্যের পাশাপাশি মানসিক বিষয়েও প্রস্তুতি নিতে হয়েছে। ওজনও কমাতে হয়েছে। অবশেষে শুটিংয়ে অংশ নিয়েছি।’
এর আগে বাপ্পির সাথে ‘যন্ত্রণা’ ছবিতে চুক্তিবদ্ধ হলে ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি মিতুর। কথা ছিলো করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি শুটিংয়ে অংশ নিবেন। তার আগেই ‘জয় বাংলা’ সিনেমার শুটিং শুরু হয়ে গেলো।