দীর্ঘদিন সিনেমার পর্দায় অনুপস্থিত ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ভক্ত-অনুরাগীদের অনুরোধে এবার তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হলেন। সেখানেও বিরম্বনায় পড়লেন তিনি। তার নাম ব্যবহার করে এক শ্রেণির অসাধু চক্র অর্থনৈতিক সুবিধা আদায়সহ নানা ধরনের অনৈতিক কাজ করছেন। লাইভে এসে তাদেরকে সাবধান করেছেন শাবনূর, না শোধরালে শিগ্রই আইনি ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।
এ প্রসঙ্গে শাবনূর বলেন, দীর্ঘদিন শুনে আসছি, আমার নামে ফেসবুকে অনেকেই বিভিন্ন নামে আইডি খুলেছেন। আমার নাম ভাঙিয়ে অর্থনৈতিক সুবিধা আদায়সহ নানা ধরনের অনৈতিক কাজ করছেন। এমনকি ইউটিউব চ্যানেল চালুর পর সেখানে আপলোড করা ভিডিও পোস্ট করে কপিরাইট করে নিচ্ছে তাদের মাধ্যমগুলো। আমার চ্যানেলের ভিডিও নিয়ে উল্টো আমাকে কপিরাইট ক্লেম দিচ্ছে! এসব অসাধু ব্যক্তিকে সতর্কবার্তা দিয়েছি লাইভে। প্রথমবার সাবধান করেছি। না শোধরালে শিগগিরই আমি আইনি পদক্ষেপ নেব।’
নব্বইয়ের দশকের নন্দিত চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘদিন তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। অভিনয় ছেড়ে দীর্ঘদিন প্রবাস জীবন কাটানো এই জনপ্রিয় নায়িকা প্রথমে ইনস্টাগ্রাম, তারপর ফেইসবুক সক্রিয় হয়েছিলেন। সবশেষে তৈরি করছেন নিজস্ব ইউটিউব চ্যানেল। চ্যানেলটি নিয়ে নিজের পরিকল্পনা প্রসঙ্গে শাবনূর বলেন, ‘‘শাবনূর’ নামে এ চ্যানেলটি নিয়ে অনেক স্বপ্ন। তিন সদস্যের ছোট্ট টিমের মাধ্যমে ধাপে ধাপে তা বাস্তবায়নের চেষ্টা করছি। এরই মধ্যে কয়েকটি ভিডিও দেখে দর্শকরা তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। ভক্তদের জন্য একটা চমক রয়েছে। খুব শিগগির জীবনের ডায়েরি ইউটিউবে আপলোড করব। পাশাপাশি মজার ও রুচিশীল কনটেন্টও থাকবে।’
দীর্ঘ বিরতি ভেঙ্গে ফেরা প্রসঙ্গে জনপ্রিয় এই নায়িকা বলেন, ‘জীবনের লম্বা সময় অভিনয়ের মধ্য দিয়ে কেটে গেছে; তা কি চিরতরে ছেড়ে দেওয়া যায়? আমিও অভিনয়ে ফিরতে চেয়েছি সব সময়। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই সিনেমায় অভিনয় করতে চাই।’
তিনি আরও জানান, তার কাছে বাণিজ্যিক ও বিকল্পধারার বিভাজন নেই। তিনি সব ধরনের সিনেমায় কাজ করতে চান।