প্রথমবারের মত চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় ফোকসঙ্গীত শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা৷ সিনেমার নাম ‘আদম’। আবু তাওহীদ হিরণ পরিচালিত এই সিনেমার গানে কণ্ঠ দেয়ার মাধ্যমে চলচ্চিত্রে প্লেব্যাকে লায়লার অভিষেক হলো।
‘কন্যা বিসর্জন’ শিরোনামের এই গানটি লিখেছেন সিনেমাটির নির্মাতা আবু তাওহীদ হিরণ। সুর করেছেন নাজির মাহমুদ। মুশফিক লিটু ছিলেন সঙ্গীতায়োজনে। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
এ প্রসঙ্গে শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা বলেন, চলচ্চিত্রের গানে কণ্ঠ দেয়া যে কোনো শিল্পীর জন্য স্বপ্নের মতো। আমি সেই স্বপ্নের দেখা পেয়েছি। ভীষণ আনন্দিত আমি। খুব চমৎকার অনুভূতির একটি গান এটি। দর্শক-শ্রোতাদের গানটি ভালো লাগবে- এমনটাই প্রত্যাশা ২০১২ সালের ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ান এই শিল্পীর।
লায়লা বলেন, ‘প্রতিটি কণ্ঠযোদ্ধারই স্বপ্নের জায়গা প্লেব্যাক। সে শুরুটাই এতোটা অসাধারণভাবে হয়েছে। সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ।’
আশির দশকে দেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘আদম’। তামিম হোসেনের প্রযোজনায় এর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মাসুদ পারভেজ।
‘আদম’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম, জান্নাতুল ফেরদৌস ঐশী, ইয়াশ রোহান, অ্যালেন শুভ্র, মনিরা মিঠু, আফফান মিতুল, নাসরিন, রোদেলা হৃদ্যসহ অনেকে অভিনয় করেছেন।